মেসির দেরি হয়েছে বলেই কি বিশ্বকাপ জিততে দেরি হচ্ছে ভারতের, অদ্ভুত যুক্তি শাস্ত্রীর

0
51

বিশ্বদীপ ব্যানার্জি: ২০১৩ সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সে বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর ১০ বছর ধরে শুধুই হা হুতাশ। বারবার সেমিফাইনাল এবং ফাইনালে পৌঁছলেও বড় ট্রফি আসেনি।

আরও পড়ুন: ফিট থাকতে রাত দুটোয় বাড়ি ফিরে ভোর পাঁচটায় আবার মাঠে গিয়েছেন, দাবি সরফরাজের

- Advertisement -

কেন আসেনি? এবারে সে ব্যাখ্যাই দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। আর তাঁর ব্যখ্যা রীতিমত অদ্ভুত। শাস্ত্রী মনে করিয়ে দিচ্ছেন লিওনেল মেসি এবং সচিন তেন্ডুলকরের কথা। মেসিকে নিজের পঞ্চম বিশ্বকাপে শিরোপা জয় করেন। অন্যদিকে ক্রিকেটের ভগবানকে ট্রফি হাতে তুলতে মোট ৬টি বিশ্বকাপ খেলতে হয়েছে। শাস্ত্রীর তাই দাবি, সবুরে মেওয়া ফলে।

সম্প্রতি এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাস্ত্রী বলেন, “ভারতের বড় ট্রফি পাওয়া এখন সময়ের অপেক্ষা। ধারাবাহিকভাবে দল ভাল খেলে এসেছে। সেমিফাইনালে এবং ফাইনালে খেলছে।” এরপরই ব্যখ্যা দেন, “সচিনকে বিশ্বকাপ জিততে ছয়বার খেলতে হয়েছে। মেসির দিকে তাকাও। ওর থেকে বড় উদাহরণ আর হয় না। ও কতদিন ধরে খেলছে? যখন জিততে শুরু করল, কোপা আমেরিকা জিতল আবার বিশ্বকাপ-ও জিতল। ফাইনালে গোলও করেছে।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

শাস্ত্রীর দাবি, ক্রিকেটে এমনটা ভারতের সঙ্গে হতে চলেছে। বলেন, “অপেক্ষা করতে হবে। ট্রফির বৃষ্টি তাহলেই হবে।” উল্লেখ্য, ২০১৩ সালের পর থেকে ভারত মোট ৭টি আইসিসি ইভেন্ট খেলেছে সীমিত ওভারে। এর মধ্যে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাদে প্রতিবারই অন্ততঃ সেমিফাইনালে পৌঁছেছে।