চলন্ত গাড়িতে চালকের মাথার উপর পা তুললো যাত্রী, পরের ঘটনা শুনলে চমকে উঠবেন আপনিও

0
207

কলকাতা: দীর্ঘদিন ধরে গাড়ি চালাচ্ছেন। কিন্তু এমন দিনও যে দেখতে হবে, সেটা কল্পনাও করতে পারছেন না অ্যাপ ক্যাবের চালকেরা৷ অভিযোগ, অ্যাপ ক্যাব ভাড়া করে চলন্ত গাড়িতে চালকের মাথার উপর পা তুললো যাত্রী৷ নামাতে বলায় মারধরের অভিযোগ৷ প্রতিবাদে নিউটাউনের অভিজাত আবাসনের সামনে অ্যাপ ক্যাব ইউনিয়নের তরফে চলছে বিক্ষোভ।

অ্যাপ ক্যাব চালকের অভিযোগ, শনিবার সকালে নিউটাউন থেকে এক দম্পতি যাত্রী গাড়িতে ওঠে। চলন্ত গাড়িতে চালকের পিছনের আসনে বসে থাকা ব্যক্তি চালকের আসন এর মাথার উপর পা তুলে দেয়। চালক তাদেরকে পা নামাতে বললে যাত্রীরা অসন্তুষ্ট হয়। এরপর অভিজাত আবাসনে গন্তব্যস্থলে পৌঁছানোর পর গাড়ির চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারধর করে বলেও অভিযোগ চালকের।

- Advertisement -

এই ঘটনার প্রতিবাদে অ্যাপ ক্যাব চালকদের ইউনিয়নের পক্ষ থেকে নিউটাউন আকাঙ্ক্ষা মোড়ের কাছে ওই অভিজাত আবাসনের গেটের সামনে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, ওই দম্পতিকে অবিলম্বে গাড়ির চালকের কাছে ক্ষমা চাইতে হবে এবং মারধর করায় চালক অসুস্থ হয়ে পড়েছে তাকে চিকিৎসার খরচ দিতে হবে। ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ। পুরো ঘটনাটিকে ঘিরে জনমানসেও ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ যদিও অ্যাপ ক্যাবের চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত দম্পতির কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

আরও পড়ুন: আইনশৃঙ্খলাজনিত দায়িত্বপূর্ণ কাজে ‘না’, লাঠি হাতে শুধুই ভিড় সামলাবেন Civic Volunteers