Mischievous: রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব, বিষাক্ত তরল ছিটিয়ে লুঠ নগদ টাকা

0
71

খাস খবর ডেস্ক: বিষাক্ত যুক্ত তরল পদার্থ ছিটিয়ে স্বর্ণ ব‍্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগ। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার মুকুন্দপুর বাংলা-বিহার সীমান্ত লাগোয়া এলাকার ঘটনা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুনঃ Dead Body: মর্গের ফ্রিজে ‘জ্যান্ত’ হয়ে উঠল ‘লাশ’, তারপর…

- Advertisement -

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মুকুন্দপুর থেকে হরিশ্চন্দ্রপুর গোপাল কেডিয়া মোড় এলাকা নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন ব‍্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার (২৬)। সেই সময় দুই জন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে এসে ওই ব্যবসায়ীর মুখে বিষাক্ত যুক্ত তরল পদার্থ ছেটায়। এরপর সুযোগ বুঝে তাঁর থেকে নগদ টাকা ও সোনার অলংকার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে দুষ্কৃতীদের শনাক্ত করতে পারেননি ব্যবসায়ী। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

আরও পড়ুনঃ violence in Bengal: কাটমানি কম হলেই গুলি দিয়ে ফয়সালা হয়’, বিস্ফোরক দিলীপ ঘোষ

এরপর ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ব‍্যবসায়ীর পরিবার। আহত ব‍্যবসায়ীর পরিবার জানিয়্বেছেন, তরল পদার্থ এতটাই বিষাক্ত যে চোখ খুলতে পারছে না। আপাতত চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালেই চিকিৎসাধীন।

যদিও হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় দাস জানান,ঘটনার তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই দুষ্কৃতীরা পুলিশের জালে আসবে। এলাকায় যথেষ্ট সক্রিয় রয়েছে পুলিশ। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ব‍্যবসায়ীদের মধ‍্যেও। পুলিশ যেন আরোও সক্রিয় হয়,সেই দাবি তুলেছেন ব‍্যবসায়ী মহল। তবে বিহার সীমান্ত লাগোয়া এলাকায় এই ঘটনায় বহিরাগত দুষ্কৃতীরা থাকতে পারে বলে অনুমান করেছেন বাসিন্দারা।