violence in Bengal: কাটমানি কম হলেই গুলি দিয়ে ফয়সালা হয়’, বিস্ফোরক দিলীপ ঘোষ

0
64

কলকাতা: ‘কাটমানি কম হলেই গুলি দিয়ে ফয়সালা হয়’ নিউটাউনের প্রাতঃভ্রমণে এসে তৃণমূল নেতা খুনে বিস্ফোরক দিলীপ ঘোষ। এমনিতেই দিলু দার কথাবার্তা নিয়ে প্রায়শই চর্চা হয়। কারও কোনও কথার জবাবে বিজেপির এই সাংসদ এমন কিছু বলে দেন যা নিয়ে রাজনৈতিক মহলে ছোটে হাসির ফোয়ারা। তাঁকে যারা খুব কাছ থেকে দেখেন, তাঁরা এমনই বলেন। প্রতিদিনের মত এদিন নিউটাউনের ইকোপার্কে শরীরচর্চা করছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তবে গতকালের মত আজও দেখা দেল খেলা হবে গেঞ্জি পড়ে রাজারহাট নিউটাউনের তৃণমূল কর্মীদের মর্নিং ওয়াক করতে।

আরও পড়ুনঃ Digha: কাঁকড়া খেয়ে দিঘায় রহস্যমৃত্যু কলকাতার পর্যটকের

- Advertisement -

রবিবার সকালে প্রাতঃভ্রমণে এসে ক্যানিংয়ে তৃনমুল যুব নেতার ওপর গুলি চালানো নিয়ে দিলীপ ঘোষ বলেন, “ওখানে বিরোধী দল বলে কিছু আছে? আর তৃণমূলের নিজেদের মধ্যে গুলি চলাটা নতুন কিছু নয়। এমএলএ চেয়ারম্যান পার্টির নেতা সবাইকে গুলি দিয়েই ফয়সালা করতে হয়। ভাগ বটোয়ারার ব্যাপার কাটমানির ব্যাপার কম বেশি হলেই গুলি দিয়ে ফয়সালা হয়। পুলিশও কিছু নয়, প্রশাসনও কিছু নয়, পার্টিরও কেউ কোনও কিছু মানে না।’ পাশাপাশি তিনি বলেন, ” পশ্চিমবাংলায় হিংসার রাজনীতি চলছে। ক্রিমিনালরা তৃণমূলে ঢুকে পুরোও সমাজের মধ্যে হিংসা ছড়িয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ Madan Mitra: বাস ভাড়া বৃদ্ধির পিছনে রয়েছে দলের একাংশের অন্তর্ঘাত, বিস্ফোরক মদন

পাশাপাশি, ত্রিপুরায় তৃণমূলের সভায় হামলার অভিযোগ সঙ্গে তিনি বলেন, ‘আমি তো দেখলাম দিব্যি বসে সব গান গাইছিল সব। আবার গন্ডগোল কোত্থেকে হল। পাশ দিয়ে বাইক গেলে গন্ডগোল। পাশ দিয়ে মাইক নিয়ে গেলে গন্ডগোল। এখানে তো চারদিক দিয়ে গন্ডগল করছে। আমাদের সভা করতে দেয় না। মাইকের তার কেটে দেয়। এইটুকুতে মন খারাপ করলে কি হবে। বিরোধী রাজনীতি করতে গিয়েছেন একটু সহ্য করুন। ওনারা এটা করেছেন তো সেটা মাথার মধ্যে আছে। ত্রিপুরায় কেউ পাত্তা দেয় না ওদেরকে চারজন মিলে রাস্তার ধারে বসে গান গাইছিলেন দেখলাম। কে দেখতে যাবে, কে শুনতে যাবে কে চেনে ওদেরকে। এতো দাম বাড়াবার দরকার নেই।’