Dead Body: মর্গের ফ্রিজে ‘জ্যান্ত’ হয়ে উঠল ‘লাশ’, তারপর…

0
502

খাস খবর ডেস্ক: মৃতদেহ কি মর্গে বেঁচে উঠতে পারে ? বহুক্ষণ বরফে থাকার পর প্রানের স্পন্দন জেগে উঠতে পারে? নাকি এটা কোনও ভৌতিক কাণ্ড। হ্যাঁ সম্প্রতি এমনই এক ঘটনা সামনে এসেছে। চিকিৎসকরা মৃত ঘোষণার পর সাত ঘণ্টারও বেশি সময় মর্গে ফ্রিজে থাকার পরেও জীবিত হয়ে ফিরেছেন এক ব্যক্তি। ইউপির মোরাদাবাদের ঘটনা।

আরও পড়ুনঃ violence in Bengal: কাটমানি কম হলেই গুলি দিয়ে ফয়সালা হয়’, বিস্ফোরক দিলীপ ঘোষ

- Advertisement -

জানা গিয়েছে, ইউপির মোরাদাবাদের বাসিন্দা শ্রীকেশ কুমার(৪০)। পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে একটি দ্রুতগামী মোটরবাইকের সাথে ধাক্কা লাগে শ্রীকেশের। গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। এরপর ময়নাতদন্তের জন্য তাঁকে মর্গের ফ্রিজারে বান্ডিল করে রাখা হয়।

আরও পড়ুনঃ Digha: কাঁকড়া খেয়ে দিঘায় রহস্যমৃত্যু কলকাতার পর্যটকের

প্রায় সাত ঘণ্টা অতিক্রম হয়েছে। ঠিক ময়না তদন্তের আগের মুহূর্তে ঘটে গেল সেই মিরাক্কেল। শ্রীকেশ কুমারের ভগ্নিপতি মধু বালা লক্ষ্য করেন, যাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছিলেন, তিনি নড়াচড়ার লক্ষণ দেখাচ্ছেন। এই ঘটনায় হতবাক হয়ে যান পরিবারের অন্যান্য সসস্যরা। লাশের চারপাশে ভিড় করেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মর্গের ফ্রিজার থেকে বের করে মিরাটের একটি স্বাস্থ্য কেন্দ্রে রেফার করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। পারিবারিক সূত্রে খবর, ‘এখনও জ্ঞান আসেনি তাঁর, তবে চিকিৎসকরা আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি বিপদমুক্ত।’

এরপর শ্রীকেশের পরিবার কৈফিয়ত চান হাসপাতালে কর্মরত চিকিৎসকদের কাছে। এমন মহাভুল কিভাবে হল। প্রশ্ন তোলা হয় চিকিৎসাব্যবস্থা সম্পর্কে। পাশাপাশি, পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই ব্যক্তির পরিবারের তরফে। গোটা ঘটনায় হাসপাতালের গাফিলতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।