অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব সহজ হবে না পেসার প্যাট কামিন্সের জন্য, রয়েছে এই কারণ

0
36
Australia's captaincy will not be easy for fast bowler Pat Cummins, know the reason

খাস খবর ডেস্ক: sexting scandal এ নাম জড়িয়েছে অস্ট্রেলিয়া দলের টেস্ট অধিনায়ক টিম পেইন। এরপরই তিনি পদত্যাগ করেছেন। অ্যাশেজের আগে বড় ধাক্কা অসি শিবিরে। টিম পেইনের জায়গায় অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক করা হতে পারে তারকা পেস বোলার প্যাট কামিন্সকে। এমনটাই জানা গিয়েছিল। তবে এখব সেই নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ পেস বোলার প্যাট কামিন্স অ্যাশেজের পাঁচটি টেস্ট নাও খেলতে পারেন।

আগেই জানা গিয়েছিল যে, সব পেস বোলারদের পাঁচটি টেস্ট খেলার সম্ভাবনা নেই। কামিন্স বলেন, “যতদিন আমার ফর্ম এবং ফিটনেস বজায় থাকবে ততক্ষণ আমি অবশ্যই বিশ্রাম নেওয়া বা দলের বাইরে থাকার কথা ভাবব না।” তবে কামিন্স অধিনায়ক হিসেবে নিশ্চিত হলে অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্যই একটি নয়া অধ্যায় শুরু হবে। যে কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করা শেষ ফাস্ট বোলার ছিলেন রে লিন্ডওয়াল। যিনি ১৯৫৬ সালে একটি টেস্টে অধিনায়কত্ব করেছিলেন।

- Advertisement -

আরও পড়ুন: ১৪৩৬ কিমি হেঁটে রাঁচি পৌঁছলেন ধোনি ভক্ত, বিশেষ ব্যবস্থা করলেন মাহি

যদিও অধিনায়কের দৌড়ে এগিয়ে থাকবেন মারনাস লাবুশানেও। উল্লেখ্য, অ্যাশেজ সিরিজের জন্য অস্ট্রেলিয়ান টেস্ট দল ঘোষণা করা হয়েছিল। যার অধিনায়ক ছিলেন টিম পেইন। তবে এখন অস্ট্রেলিয়া দলে পেইন থাকবেন কিনা সেই নিয়ে রয়েছে সন্দেহ। এর আগে ২০১৮ সালে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ বল-টেম্পারিং মামলায় ধরা পড়েছিলেন। সেই সময় টিম পেইনের ভাবমূর্তি দেখে তাকে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এখন তিনি নিজেই একটি বড় মামলায় জড়িয়ে পড়েছেন।