শীতলকুচি নিয়ে মমতা-পার্থ অডিও টেপ, কমিশনে নালিশ তৃণমূলের

0
105

কলকাতা: শীতলকুচি নিয়ে মমতা-পার্থ অডিও টেপ নিয়ে বিজেপির পর কমিশনের দ্বারস্থ হল তৃণমূল৷ শনিবার মুখ্য নির্বাচনী কমিশনারে সঙ্গে দেখা করেন তৃণমূলের এক প্রতিনিধি দল৷ বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আবেদন৷

- Advertisement -

রাজ্যে পঞ্চম দফা ভোটের আগের দিন বিজেপির তরফে একটি অডিও টেপ প্রকাশ্যে আনা হয়। সেই অডিও টেপে (এর সত্যতা যাচাই করেনি খাস খবর) মমতা বন্দ্যোপাধ্যায় শীতলকুচির পার্থ প্রতীম রায়কে বলছেন, পার্থ মাথা ঠাণ্ডা করে কাজ কর। তারপর এর বিচার আমরা করব। উত্তরে পার্থকে বলতে শোনা যায়, একদম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডেডবডিগুলো এখন রেখে দাও।

আরও পড়ুন:প্রার্থীর মৃত্যুতে জঙ্গিপুর কেন্দ্রে ভোট স্থগিত, নতুন তারিখ ঘোষণা করবে কমিশন

পরিবারগুলোকে বলবে, কেউ যেন বডি না নেয়। ভোটটা ঠান্ডা মাথায় করে নাও। পরে ডেড বডি নিয়ে র্যালি হবে। এর উত্তরে পার্থকে বলতে শোনা যায়, চিন্তা করবেন না, তিনি সেখানে পড়ে রয়েছেন। এরপরেই তৃণমূল নেত্রীকে বলতে শোনা যায়, কারা করেছেন সিআরপিএফ? লোকগুলো কাদের? এরপরই পার্থ বলেন হ্যাঁ। আমাদের লোক। তখন তৃণমূল নেত্রী উপদেশ দেন, এফআইআর করার সময় আইনজীবীর সাহায্য নিতে হবে। পাশাপাশি এসপি এবং আইসিকে ফাঁসাতে হবে৷

আরও পড়ুন:বারাসাতকে শিতলকুচি করার চেষ্টা করবেন না,কেন্দ্রীয় বাহিনীকে হুমকি কাকলীর

অডিও টেপ প্রকাশ্যে আনার পাশাপাশি এই নিয়ে বিজেপি একটি সাংবাদিক সম্মেলন করে৷ যা বেআইনি৷ এরপরই শনিবার মুখ্য নির্বাচনী দফতরে যান তৃণমূলের এক প্রতিনিধি দল৷ তারা মুখ্য নির্বাচনী কমিশনারকে একটি অভিযোগ পত্র জমা দেন৷ তাতে বলা হয়েছে, বিজেপি বেআইনিভাবে এই কাজটি করেছে,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হউক৷

কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল যাওয়ার আগে বিজেপির এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী দফতরে গিয়েছিল৷ সেখানে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, সুখেন্দুশেখর রায় এবং ডেরেক ও’ব্র্যায়েনের কথা ধরলে টেপটির সত্যতা রয়েছে। তাঁদের অভিযোগ টেপ থেকে এটা প্রমাণিত, ভোটে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।