দীর্ঘস্থায়ী হল না স্বস্তি, জামিন পেয়েও নতুন অভিযোগে গ্রেফতার দীপ সিধু

দীপ সিধুর নামে নতুন করে এফআইআর দায়ের করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷

0
48

নয়াদিল্লি: লালকেল্লা (Red Fort) কাণ্ডে জামিন মঞ্জুর করেছিল আদালত৷ কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না৷ ফের দীপ সিধুর (Deep Sidhu) নামে থানায় দায়ের হয় এফআইআর (FIR)৷ ফলে জামিন পাওয়ার কিছুক্ষণ পর আবার গ্রেফতার হন পাঞ্জাবী অভিনেতা ও সমাজকর্মী৷

দীপ সিধুর নামে নতুন করে এফআইআর দায়ের করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷ সেই এফআইআরের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দীপ সিধুকে৷ প্রজাতন্ত্র দিবসের দিন এই লালকেল্লায় ঢুকে হামলা ও ভাঙচুর করেছিল বিক্ষোভরত কৃষকদের একাংশ৷ অভিযোগ, কৃষকদের উস্কানি দিয়েছিলেন দীপ সিধু৷ ওই ভাঙচুরের জেরে লালকেল্লার একাংশ ক্ষতিগ্রস্ত হয়৷ তাই দীপ সিধুর নামে অভিযোগ জানায় এএসআই৷

- Advertisement -

কেন্দ্রের বিতর্কিত তিনটি কৃষি আইনের প্রতিবাদে ২৬ জানুয়ারি লালকেল্লা অভিযানের ডাক দিয়েছিলেন কৃষকরা৷ সেই কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন দীপ সিধু৷ তিনিও গিয়েছিলেন লালকেল্লায়৷ কিন্তু তাঁর বিরুদ্ধে কৃষকদের ক্ষেপিয়ে তোলার অভিযোগ ওঠে৷ লালকেল্লায় ভাঙচুরের পাশাপাশি ওড়ানো হয় ধর্মীয় পতাকা৷ এই ঘটনা দেশজুড়ে তোলপাড় ফেলে দেয়৷

বেগতিক বুঝে সেই দিনই গা ঢাকা দেন দীপ সিধু৷ অজ্ঞাতবাসে থেকেই ফেসবুকে ভিডিও পোস্ট করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করতে থাকেন৷ কয়েকদিন গা ঢাকা দেওয়ার পর ৯ ফেব্রুয়ারি হরিয়ানার কারনল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷

এরপর আড়াই মাস জেলবন্দি ছিলেন তিনি৷ অবশেষে আজই ৩০ হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিন পান দীপ সিধু৷ তাঁর পাসপোর্ট তদন্তকারীদের কাছে জমা রাখার নির্দেশ দেওয়া হয়৷