প্রার্থীর মৃত্যুতে জঙ্গিপুর কেন্দ্রে ভোট স্থগিত, নতুন তারিখ ঘোষণা করবে কমিশন

শুক্রবার বিকালে বহরমপুরের কোভিড হাসপাতালে মৃত্যু হয় প্রদীপ নন্দীর৷

0
93

খাসখবর ডেস্ক: জঙ্গিপুর (Jangipur) বিধানসভা কেন্দ্রে ভোট স্থগিত রাখল নির্বাচন কমিশন৷ ওই কেন্দ্রে ২৬ এপ্রিল ভোট হওয়ার কথা৷ কিন্তু আরএসপি (RSP) প্রার্থী প্রদীপ নন্দীর (Pradip Nandi) আকস্মিক মৃত্যুতে ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কমিশন৷ খুব তাড়াতাড়ি ওই কেন্দ্রের ভোটের দিন ঘোষণা করা হবে বলে শনিবার জানিয়েছেন কমিশনের আধিকারিকরা৷

কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, নিয়ম মেনেই ভোট স্থগিত করা হয়েছে৷ জনপ্রতিনিধিত্ব আইনে বলা আছে, ভোট হওয়ার আগে কোনও কেন্দ্রের প্রার্থীর মৃত্যু হলে সেই কেন্দ্রের ভোট স্থগিত রাখতে পারবে কমিশন৷ নতুন প্রার্থী বাছার সুযোগ দেওয়া হয় সেই দলকে৷ প্রদীপ নন্দী আরএসপি হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন৷ ফলে ওই কেন্দ্রে আরএসপি অন্য কাউকে ভোটে দাঁড় করাবে৷ নতুন প্রার্থীর মনোনয়ন জমা, স্ক্রুটিনি ইত্যাদি হবে৷ এই প্রক্রিয়া শেষ হলে তারপর হবে ভোট গ্রহণ৷

- Advertisement -

উল্লেখ্য, শুক্রবার বিকালে বহরমপুরের কোভিড হাসপাতালে মৃত্যু হয় প্রদীপ নন্দীর৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর৷ পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, গত ৫ এপ্রিল তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল৷ সে সময় থেকেই গুরুতর অসুস্থ হয়ে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ ফলে ৮ দফার ভোট পর্বের মাঝে দুটি আলাদা রাজনৈতিক দলের প্রার্থীর মৃত্যুর হল৷ গত বৃহস্পতিবার জঙ্গিপুর মহকুমার সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর মৃত্যু হয়েছিল৷