তৃণমূলের বিরুদ্ধে সরকারি গাছ চুরির অভিযোগ গেরুয়া শিবিরের

0
76

নিজস্ব সংবাদদাতা, তমলুক: একুশের নির্বাচনে উত্তপ্ত বাংলা৷ আজ অর্থাৎ শনিবার রাজ্য পঞ্চম দফা নির্বাচন৷ এর মধ্যে তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি গাছ পাচারের অভিযোগ উঠল৷ ঘটনায় রাজ্য-রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷

রাতে অন্ধকারে ঝড়ে পড়ে যাওয়ার সরকারি গাছ পাচার করার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের ঘাটুয়া এলাকায়। পাচার করার সময় গ্রামবাসীরা কাঠ বোঝাই ইঞ্জিন রিক্সা আটক করে পুলিশকে খবর দেয়৷

- Advertisement -

ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সবর হয়েছে গেরুয়া শিবির৷ যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব৷ গ্রামবাসী ও বিজেপির অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের কাপাসদা এলাকায় ঝড়ে ভেঙে গিয়েছে একাধিক গাছ। শুক্রবার রাতে দুটি ইঞ্জিন রিক্সা করে কাঠ বোঝাই করে নিয়ে যাচ্ছিল।

তখনই গ্রামবাসীদের সন্দেহ হলে কাঁথি ঘাটুয়া বাসস্ট্যান্ডে দুটি কাঠ বোঝাই রিক্সা আটক করে। এলাকায় বাসিন্দা সরকারি গাছ পাচারের অভিযোগ তুলে সরব হন। এলাকায় উত্তেজনা তৈরি হলে ঘটনাস্থলে হাজির হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় বাসিন্দাদের বুঝিয়ে দুটি ইঞ্জিন রিক্সা সহ কাঠ বোঝই করে থানায় নিয়ে আসে।

এলাকায় স্থানীয় বাসিন্দা অলক আর্চয্য বলেন, “দুটি রিক্সা করে কাঠ নিয়ে কাপাসদা থেকে নিয়ে বেরিয়ে আসে। এলাকায় বাসিন্দারা জানতে পেরে কাঁথি ঘাটুয়া এসে দেখি রাস্তা পাশে দুটি রিক্সা বোঝাই কাঠ দাঁড়িয়ে রয়েছে। কোথায় নিয়ে যাচ্ছে, তা স্পষ্ট করে কিছু বললে পারেনি। এরপর তারা পুলিশকে খবর পাঠায়। পুলিশ দুটি রিক্সা সহ থানায় নিয়ে যায়৷”

এলাকায় বিজেপি নেতা অমলেন্দু সদপতির কথায়, তৃণমূল নেতারা রাতের অন্ধকারে সরকারি গাছ পাচার করছিল। পুলিশ বিষয়টি জানিয়েছি। প্রকৃত তদন্তের দাবি জানান তিনি৷ কাঁথি থানার আই সি অমলেন্দু বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি রিক্সা সহ কাঠ বোঝাই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

কাঁথি ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তুষারকান্তি ঘোষের মতে, কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এলাকার তৃণমূল নেতা নন্দলাল মাইতি বলেন, কাঠগুলি বিক্রির করার জন্য গ্রাম পঞ্চায়েতে দরপত্র হয়েছিল। কিন্তু গাছ পড়ে থাকার কারণে কাঠ চুরি হচ্ছিল। তাই কাঠ রিক্সা করে এক জায়গার জমায়েত করা হচ্ছিল। বিজেপি নেতারা গ্রামবাসীদের বুঝিয়ে চাক্রান্ত করছেন৷