অঙ্ক পরীক্ষার আগে ছুটি নেই, উপনির্বাচনের কারণে রুটিন বদলে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

0
51
Sanitary pad

খাস ডেস্ক: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) দিনক্ষণ নির্ধারণ করা হয় বছরের শুরুতেই। সেইমতই সূচি দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীরা প্রস্তুতি শুরু করে। গত ২৩ তারিখ থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। উপনির্বাচনের (By Election) কারণে হঠাৎ পরীক্ষার তারিখ বদল হওয়ায় সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন: National Science Day: সাম্প্রতিক কালে বেশ কিছু ঘটনা বিজ্ঞানের অশ্বমেধের ঘোড়াকে চমকে দিতে বাধ্য

- Advertisement -

মুর্শিদাবাদ জেলার (Murshidabad) সাগরদিঘীতে উপনির্বাচন ছিল আজ। এদিকে ২৭ ফেব্রুয়ারি  ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু উপনির্বাচনের কারণে এদিনের পরীক্ষা বাতিল করে তারিখ বদলায় রাজ্যের শিক্ষা পরিষদ। অঙ্ক পরীক্ষার আগের দিন ছুটি থাকায় সেইদিনই ইতিহাস পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়। এখানেই তৈরি হয় সমস্যা।‌

পরীক্ষার্থীদের কথায়, প্রতিবছর অঙ্ক পরীক্ষার আগের দিন ছুটি থাকে। কিন্তু এবারে তা আর হল না। ফলে প্রস্তুতিতে খামতি থাকতে পারে বলেই আশঙ্কা। অন্যদিকে, পরীক্ষার দিনবদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন: “যারা হাওয়াই চপ্পল পরেন…” কর্নাটকের শিবামোগা বিমানবন্দর উদ্বোধনের পর PM Modi-র মন্তব্য ঘিরে চর্চা

আরও পড়ুন: Liquor Policy Case: সিসোদিয়ার পর শীঘ্রই গ্রেফতার হবেন মুখ্যমন্ত্রী KCR-র মেয়ে, দাবি বিজেপি নেতার