মন্ত্রীর উল্টো পথে হাঁটলেন বিধায়ক, মাধ্যমিকের সময় মাইক হাতে জড়ালেন বিতর্কে

0
47

হাওড়া: গত সপ্তাহ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।‌ একজন পড়ুয়ার জীবনের প্রথম বড় ধাপ। এই সময় পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে একটি অনুষ্ঠানে মাইক ছাড়াই কথা বলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Minister Arup Ray)। কিন্তু এবার তাঁর উল্টোপথে হেঁটে মাইকে বক্তৃতা রাখতে গিয়ে বিতর্কে জড়ালেন বালির তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্যায় (TMC MLA Rana Chatterjee)।

আরও পড়ুন: দেশে-বিদেশে থাকা মানিকের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ, ইডিকে সময়ও বেঁধে দিলেন বিচারপতি

- Advertisement -

মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) কারণে প্রশাসনের তরফে মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ, নির্দেশ অমান্য করেই মাইক হাতে নিয়ে বক্তৃতা দেন বিধায়ক। এই ঘটনায় নিন্দা জানিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে এবিষয়ে তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত রবিবার হাওড়ার (Howrah) বেলুড়ে গিরিশ ঘোষ রোডের একটি রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন মন্ত্রী অরূপ রায় (Arup Ray)। প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়ে মাইক ছাড়াই রক্তদান শিবিরের (Blood Donation Camp) মঞ্চ থেকে বক্তৃতা দেন তিনি।

আরও পড়ুন: Liquor Policy Case: সিসোদিয়ার পর শীঘ্রই গ্রেফতার হবেন মুখ্যমন্ত্রী KCR-র মেয়ে, দাবি বিজেপি নেতার