Liquor Policy Case: সিসোদিয়ার পর শীঘ্রই গ্রেফতার হবেন মুখ্যমন্ত্রী KCR-র মেয়ে, দাবি বিজেপি নেতার

0
124

নয়াদিল্লি: দিল্লির আবগারি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এই প্রথম হাই প্রোফাইল কেউ এই ঘটনায় গ্রেফতার হয়েছেন। সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়ের মধ্যেই বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে। তেলেঙ্গানার এক বিজেপি নেতা দাবি করেছেন দিল্লির এই দুর্নীতির মামলায় শীঘ্রই গ্রেফতার হবেন  তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা।

তেলেঙ্গানার বিজেপি নেতা  বিবেক দাবি করেছেন, “মদ কেলেঙ্কারিতে আরও কিছু  গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। কবিতাকেও শীঘ্রই গ্রেপ্তার করা হবে।” এর পরেই তিনি বলেন, “সবাই এই মদ কেলেঙ্কারি সম্পর্কে জানেন। আম আদমি পার্টি (AAP) পাঞ্জাব এবং গুজরাটের নির্বাচনের জন্য তহবিলের স্বার্থে, কবিতার সঙ্গে  কথা বলেছিল এবং একটি চুক্তি করেছিল যেখানে সে AAP সরকারকে ১৫০ কোটি টাকা দিয়েছে৷ খুব শীঘ্রই, সিসোদিয়ার মতো তাঁকেও গ্রেফতার করা হবে।”

- Advertisement -

আরও পড়ুন: “যারা হাওয়াই চপ্পল পরেন…” কর্নাটকের শিবামোগা বিমানবন্দর উদ্বোধনের পর PM Modi-র মন্তব্য ঘিরে চর্চা

জানিয়ে রাখা ভাল, এর আগে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আবগারি নীতি মামলার অভিযোগপত্রে মিসেস কবিতার নাম দিয়েছিল। দিল্লির আবগারি দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত একটি মদ কোম্পানিতে ৬৫ শতাংশ শেয়ার রাখার অভিযোগ উঠেছে কেসিআর কন্যার বিরুদ্ধে। বিজেপি নেতা বিবেক কেসিআর-নেতৃত্বাধীন বিআরএস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেছেন, দলটি “তেলেঙ্গানা রাজ্যে তার অস্তিত্ব হারাবে”। “তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS) পার্টি যখন শুরু হয়েছিল তখন তার কাছে কোনো তহবিল ছিল না। । এখন দলের কাছে দেশের সমস্ত রাজনৈতিক দলের চেয়ে বেশি আমানত রয়েছে।”  এই প্রসঙ্গে উল্লেখ্য, রবিবার ৮ডেঘন্টা জিজ্ঞাসাবাদের পরে, AAP নেতা এবং দিল্লির  উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সিবিআই গ্রেফতার করে। আজ তাঁকে আদালতে পেশ করা হয়।