আদার দামের ঝাঁঝে চোখে জল আম বাঙালির, আসল কারণটা জানেন…

0
257

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: বাঙালি গেরস্থের রান্নাঘরে অতি প্রয়োজনীয় বস্তুর নাম ‘আদা’। আর বর্তমানে সেই আদার দামের ঝাঁঝে চোখে জল আম বাঙালির। মাস খানেক আগেও যেখানে মাত্র ৮০ টাকায় এক কেজি আদা মিলতো, এখন কেজি প্রতি সেই আদার দাম প্রায় আড়াইশো ছুঁয়ে ফেলেছে। বাজারে এসে অনেক ক্রেতা সাধারণ আদার দাম শুনে মনে মনে বলছেন ‘ক্ষেপা খাবি কি ঝাঁঝে মরে যাবি’!

আরও পড়ুন: বন্দুক দিয়ে নির্বিচারে চলছে শামুকখোল নিধন, প্রতিবাদ করলেই মিলছে হুমকি

- Advertisement -

আরও পড়ুন: প্রশ্নের মুখে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ময়নার নিহত বিজেপি সভাপতির পরিবার

লক্ষীবারের সকালে বাঁকুড়া শহরের চকবাজারে গিয়ে দেখা গেল, আদার দাম শুনেই অনেকেই সরে পড়ছেন। আদার মতো অতি সাধারণ অথচ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একলাফে এতোটা বেড়ে যাবে ভাবতে পারেননি কেউই। ব্যবসায়ী বুলবুল দাস বলেন, ‘‘দীর্ঘ ব্যবসায়িক জীবনে এভাবে আদার দাম বাড়তে দেখিনি। ইতিমধ্যেই কেজি প্রতি ২০০ টাকা পাইকারী দর। যা পরিস্থিতি তাতে প্রতিদিন লোকসান হচ্ছে। এই অবস্থায় আদার দাম নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ জরুরি৷’’

আরও পড়ুন: ঝুঁকি নিয়ে চলছে খেয়া পারাপার, বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন: পুলিশের ঘরেই চোরের বাস, জোর চাঞ্চল্য শুভেন্দুর ডেরায়

সূত্রের খবর, এরাজ্যে মূলত আদা আমদানি হয় পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে। কিন্তু সাম্প্রতিক সময়ে মণিপুরে অশান্তির জেরে আদা রফতানিতেও বাধা হয়ে দাঁড়িয়েছে। তারই জেরে আচমকাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আদার দাম৷ এদিন সকালে বাজারে আসা সুব্রত পান, বিশ্বজিৎ শীলরা বলেন, ‘‘এভাবে আদার দাম বাড়বে ভাবতেও পারিনি। দৈনন্দিন বাজার তালিকা থেকে আদা আপাতত বাদই রাখতে হচ্ছে।’’ দাম নিয়ন্ত্রণে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি বলে তারা মনে করছেন। যদিও এই বিষয়ে প্রশাসনের কোনও কর্তা এখনই মন্তব্য করতে চাননি৷ শুধু মধ্যবিত্ত নয়, আদার দামবৃদ্ধির জেরে বেকায়দায় হোটেল ব্যবসায়ীরা৷

আরও পড়ুন: অভিষেকের জন-সংযোগ যাত্রা, আসলে কি সবটাই আইওয়াশ- প্রশ্ন দলের নেতারই

আরও পড়ুন: বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়, তবু বাংলার তাপমাত্রা কমছে না কেন, জানুন আসল কারণ