বন্দুক দিয়ে নির্বিচারে চলছে শামুকখোল নিধন, প্রতিবাদ করলেই মিলছে হুমকি

0
44

সুদেষ্ণা মণ্ডল, বারুইপুর: তপ্ত দুপুরে পুকুর-খাল থেকে শামুক খুঁজে তা খেতে আসে শামুকখোল পাখির দল । আর তখনই একদল চোরাশিকারী বাইকে করে এসে বন্দুক দিয়ে নির্বিচারে মারছে এই পাখিকে। অভিযোগ, গ্রামের মানুষজন দেখতে পেয়ে প্রতিবাদ করলে দেওয়া হচ্ছে মেরে ফেলার হুমকি। এমনই দিনের পর দিন চলছে বারুইপুরের গ্রামীণ এলাকায়। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্যরা সব জেনেও নির্বিকার রয়েছেন। এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগীয় আধিকারিক মিলন মণ্ডল বলেন, ‘‘বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখবো।’’

আরও পড়ুন: ঝুঁকি নিয়ে চলছে খেয়া পারাপার, বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের

- Advertisement -

আরও পড়ুন: পুলিশের ঘরেই চোরের বাস, জোর চাঞ্চল্য শুভেন্দুর ডেরায়

বারুইপুরের বেগমপুরের ২০০ কলোনি এর মাঠ এলাকা, আকনা, পিয়ালী, কাটাখাল বাইপাসের আশপাশে এই ঘটনা লেগেই চলেছে। অভিযোগ, প্রকাশ্যে দিনের বেলায় বন্দুক নিয়ে চলছে শামুকখোল পাখি মারা। বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকার বাসিন্দারা বলেন, দুপুরবেলা পাখির দল আসে পুকুরে-খালে। সেই সময় চোরাশিকারীর দল এসে একের পর এক পাখি মারছে। স্থানীয় পঞ্চায়েতের সদস্যদের জানিয়েও কোনও কাজ হয়নি। বারুইপুর থানায় গেলে পুলিশ বলেছে বনদপ্তরকে জানাতে।

আরও পড়ুন: অভিষেকের জন-সংযোগ যাত্রা, আসলে কি সবটাই আইওয়াশ- প্রশ্ন দলের নেতারই

আরও পড়ুন: বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়, তবু বাংলার তাপমাত্রা কমছে না কেন, জানুন আসল কারণ

এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন, যে কোনও পাখি মারা বেআইনি। কিন্তু তারপরেও একদল চোরাশিকারী এই কাজ করে চলেছে। বেশিরভাগ সময়েই উত্তরভাগ দিয়ে বাইপাস ধরে বাইক করে তাঁরা এলাকায় ঢুকছে। কোনও প্রতিবাদ করলে বন্দুক দেখিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এতে আমরা আতঙ্কিত। যদিও বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান অমর মণ্ডল বলেন, ‘‘এই ঘটনা যে এতদিন ঘটছে তা আমাকে জানানো হয়নি। আমি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবো।’’

আরও পড়ুন: প্রশ্নের মুখে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ময়নার নিহত বিজেপি সভাপতির পরিবার

আরও পড়ুন: Horoscope Today : এই সপ্তাহে মা লক্ষ্মীর কৃপা কি আপনার দিকেই, রইল বিস্তারিত