স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত নার্সকে শ্লীলতাহানি-ধর্ষণের চেষ্টা, গ্রেফতার এক

0
117

বাঁকুড়া: প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এক নার্সকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠল। ওই কর্মরত মহিলার অভিযোগের ভিত্তিতে শ্যামল রায় নামে একজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা এলাকায়। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, বুধবার দুপুরে স্থানীয় শালচুড়া গ্রামের বাসিন্দা শ্যামল রায় রক্ত পরীক্ষা করানোর নামে হাসপাতালে আসে। ওই সময় নার্সকে একা পেয়ে অভিযুক্ত শ্যামল রায় দরজা বন্ধ করে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।

- Advertisement -

আরও পড়ুন-রণক্ষেত্র সল্টলেক, চাকরির দাবি জানাতে এসে পুলিশের মার খেলেন চাকরি প্রার্থীরা

এরপরে নার্সের চিৎকারে অন্যান্য সহকর্মীরা এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে নার্সের তরফে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এদিন তাকে আদালতে তোলা হয়েছে।

অন্যদিকে, বাড়িতে একা পেয়ে নাবালিকা এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল পাড়াতুতো এক দাদুর বিরুদ্ধে। বাঁকুড়ার খাতড়া থানা এলাকার বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ভাগবৎ বিশ্বাস নামে ওইঅভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার পুলিশ খাতড়া মহকুমা আদালতে তুলেছে।

আরও পড়ুন-৩০৭ টি টিয়া পাচারের আগে উদ্ধার, গ্রেফতার ৩

নিগৃহিতার পরিবারের তরফে জানানো হয়েছে, গত ৬ জুন দুপুরে স্থানীয় একটি হাই স্কুলে একাদশ শ্রেণীর ওই ছাত্রী বাড়িতে একাই ছিল। সেই সময় পাড়াতুতো দাদু ভাগবৎ বিশ্বাস তার শ্লীলতাহানির চেষ্টা করে। কিন্তু ওই ছাত্রীর চিৎকারে সে পালিয়ে যায়। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

ওই ঘটনার পর নিগৃহিতার পরিবারের তরফে খাতড়া থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তুলেছে।