৩০৭ টি টিয়া পাচারের আগে উদ্ধার, গ্রেফতার ৩

0
123

নিজস্ব সংবাদদাতা: বেড়েই চলেছে টিয়া পাখি পাচার৷ একই দিনে রাজ্যের দুই জেলা থেকে তিন পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ৷ উদ্ধার হয়েছে মোট ৩০৭ টি টিয়া৷ পাচারকারীদের রুখতে তৎপর রাজ্য পুলিশ৷ সন্দেহভাজনদের দেখলেই চলছে জিজ্ঞাসাবাদ৷

প্রথম ঘটনায় শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনার্স থেকে প্রায় তিনশোটি টিয়াপাখি সহ তিনজনকে আটক করে পুলিশ। ধৃতরা কোচবিহার থেকে এসে নেপালে ওই টিয়া পাচার করতে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার কোচবিহার থেকে বাস তেনজিং নোরগে বাস টার্মিনার্সে এসে পৌঁছায় ওই তিন ব্যক্তি।

- Advertisement -

সেখানে একটি চায়ের দোকানে যায় চা খেতে যায় তারা। সেই সময় ওই তিন ব্যক্তি খাঁচাবন্দী টিয়াপাখিগুলিকে একটি পানের দোকানে রেখে যায়। পুলিশের নজরে পড়ে খাঁচাবন্দী টিয়াপাখিগুলি। এরপরই খোঁজ করতে পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে। উদ্ধার করে ওই তিনশো টিয়াপাখি৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা তিনজনেই কোচবিহারের স্থায়ী বাসিন্দা৷ তাদের নাম রাজু সরকার, অসিত দেব এবং বলাই ঘোষ। তিনজের বিরুদ্ধে আগেও পাখি পাচারের অভিযোগ ছিল। ঘটনায় বনদফতর থেকে কোন তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশের সন্দেহ এর পিছনে আন্তর্জাতিক চোরাকারবারীদের হাত আছে। তারা মোটা টাকার লোভে গরীব ছেলেমেয়েদের দিয়ে এই কাজ করাচ্ছে বলে মনে করছে পুলিশ।

অন্যদিকে, বসিরহাটের মিনাখা থানার কলকাতা ও বাসন্তী হাইওয়ে বাবুরহাট এলাকা থেকে এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ৷ উদ্ধার করে খাঁচাবন্দি সাতটি বনটিয়া৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুন্দরবন জঙ্গল থেকে বনটিয়া পাচার করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার ছক কষেছিল। বাবুর হাট এলাকায় একটি গোপন ডেরায় ওই টিয়াগুলি রেখেছিল৷

গোপন সূত্রে খবর পেয়ে মিনাখা থানার পুলিশ গিয়ে খাঁচাবন্দি টিয়া পাখি গুলো উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পাচারকারী পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ প্রাথমিক অনুমান এইগুলো সুন্দরবনের জঙ্গল থেকে পাখিগুলো ধরে কলকাতাসহ ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্যে ছিল। উদ্ধার হওয়া পাখিগুলো মিনাখা বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদেরকে শারীরিক পরীক্ষা করার পর সুস্থ করে আবার সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।