সৌরজগতে শনি-ই একমাত্র গ্রহ, যে নিজের গতিবিধি ইচ্ছেমত পাল্টাতে পারে

0
135

খাস খবর ডেস্ক: সৌরজগতে শনি এমন এক গ্রহ, যে নিজের গতিবিধি ইচ্ছেমত পাল্টাতে পারে। সূর্যকে প্রদক্ষিণকালে কখনও এই গ্রহ সোজা পথে চলে। আবার কখনও তার চলার পথ আঁকাবাঁকা হয়ে যায়। এমন কেন হয়?

আরও পড়ুন: অভূতপূর্ব ইতিহাস সৃষ্টি, কেমোথেরাপি ছাড়াই সেরে গেল ক্যান্সার

- Advertisement -

বৃহস্পতির পর সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হল শনি। এই গ্রহের সৌন্দর্য গ্রহটির চারপাশে থাকা বলয়ের কারণে। এই সুবিশাল বলয় নিয়ে ৯.৬৯ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে নিজের কক্ষপথে ভ্রমণ করতে থাকে। সব মিলিয়ে সূর্যের চারদিকে গ্রহটির একবার পাক খেয়ে আসতে সময় লাগে ১০,৫৭৯ দিন। অর্থাৎ পৃথিবীর হিসেবে প্রায় সাড়ে ২৯ বছর।

আসলে শনিগ্রহের কক্ষপথ সামান্য বাঁকা। এটি ২.৪৮ ডিগ্রি কোণে হেলে থাকে। ফলে সূর্য থেকে গ্রহটির দূরত্ব ১৪৪ কোটি কিলোমিটার থেকে ১৫৫ কোটি কিলোমিটারের মধ্যে পরিবর্তিত হতে থাকে। শনির উপগ্রহ এবং বলয়ের প্রভাবে গ্রহটির ঘূর্ণনের গতিতে তারতম্য দেখা দেয়।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

শনির ঘূর্ণনকে কার্যত তিন ভাগে ভাগ করা যায়। সিস্টেম-১ এবং সিস্টেম-২ এবং সিস্টেম-৩। সিস্টেম-১ এর আওতায় পড়ে বিষুবরেখার আশপাশের এলাকা। এই অংশের আবর্তন ঘূর্ণন ১০ ঘন্টা ১৪ মিনিটে সম্পন্ন হয়। সিস্টেম-২ এর আবর্তন ১০ ঘন্টা ৩০ মিনিট ২৪ সেকেন্ডে সম্পন্ন হয়। আর সিস্টেম-৩ এর ক্ষেত্রে আবর্তন গতি ১০ ঘন্টা ৩৯ মিনিট ২২.৪ সেকেন্ড।