রণক্ষেত্র সল্টলেক, চাকরির দাবি জানাতে এসে পুলিশের মার খেলেন চাকরি প্রার্থীরা

0
75
TET

কলকাতা: ফের শিক্ষক নিয়োগের দাবিতে রণক্ষেত্রর চেহারা নিল সল্টলেক৷ আন্দোলনকারী হবু চাকরি প্রার্থীদের অভিযোগ, চাকরির ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসে পুলিশের মার খেতে হল৷ এর চেয়ে লজ্জার আর কি বা হতে পারে৷

আন্দোলনকারীদের দাবি, তারা ২০১৭ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী৷ আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেয়। সেইমতো সল্টলেক সিটি সেন্টারের কাছে জমায়েত করতে গেলে প্রায় শতাধিক আন্দোলনকারীদের আটক করে বিধাননগর পুলিশ। পরবর্তী সময় সিটি সেন্টার সংলগ্ন অপর মোড়ের সামনে থেকে আরও একটি মিছিল শুরু করে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিলে সল্টলেক অরুণাচল ভবনের কাছে আসতেই মিছিল আটকে দেয় পুলিশ। দু’পক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়৷ পরে রীতিমতো পাঁজাকোলা করে আন্দোলনকারীদের একাংশকে তোলা হয় পুলিশের প্রিজন ভ্যানে৷ যার জেরে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে৷

- Advertisement -

আন্দোলনকারীদের দাবি, ২০১৭ সালের টেট উত্তীর্ণ ৯ হাজার ৮৯৬ জনকে অতি দ্রুত তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। আন্দোলনকারীদের অন্যতম সামিরুল শেখ বলেন, ‘‘দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা বঞ্চিত। ২০১৭ সালে আমাদের ফর্ম ফিলাপ করানো হয়। একুশে আমাদের পরীক্ষা নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে আমার রেজাল্ট বের হয়। অথচ আজও আমাদের সঙ্গে কথা বলেনি কর্তৃপক্ষ। সেই বিষয়েই নিজেদের দাবির কথা জানাতে এসে পুলিশের মার খেতে হল৷ এর চেয়ে লজ্জার আর কি বা হতে পারে৷’’ পাশ থেকে ভিড়টা চিৎকার করে ওঠে, ‘‘পিছনের দরজা দিয়ে ঘুষ খাওয়াটা অপরাধ নয়, ন্যায্য দাবি জানানোটাই বড় অপরাধ৷ তাই আমাদের পুলিশের মার খেতে হচ্ছে৷’’ পুলিশ বা শিক্ষা দফতরের অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খিচুড়িতে মরা সাপের বাচ্চা, প্রশ্নের মুখে প্রশাসন