খাসডেস্ক, ত্রিপুরাঃ ব্যাগের মধ্যে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার (body rescue)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়।
আরও পড়ুন :প্রেমিকের হাত ধরে স্বামী, সন্তান ফেলে ঘর ছাড়ল বধূ, মায়ের খোঁজে পুলিশের দ্বারস্থ ছোট্ট শিশু
সোমবার দুপুরে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর পলিটেকনিক কলেজস্থিত উদয়পুর-অমরপুর সড়কের পাশে একটি আবর্জনার স্তূপের মধ্যে থেকে পচা গন্ধ বেরোতে থাকে। লক্ষ্য করতেই চোখে পড়ে একটি ব্যাগ। সেই ব্যাগের মধ্যে একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর মহারানী ফাঁড়ি থানার পুলিশকে।
আরও পড়ুন :গতানুগতিক! ভোটের আগে ফের সেটিং তত্ত্বে সরব বাম, বিজেপি, কংগ্রেস, ছেড়ে কথা বলছে না তৃণমূলও
সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে মহারানী ফাঁড়ি থানার পুলিশ । ব্যাগ থেকে শিশুটির দেহ (body rescue)করে মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। সদ্যোজাত মৃত শিশুটির মা-বাবার পরিচয় জানার চেষ্টা চলছে। জানা গিয়েছে শিশুটির দেহে হাসপাতালের একটি স্টিকার লাগানো রয়েছে। পুলিশ তদন্ত করলেই মৃত শিশুর মা-বাবার পরিচয় পেতে বেগ পেতে হবে না। মনে করছেন স্থানীয়রা।