Union Budget 2023: রেলের ভাড়ায় বড় ছাড় পেতে পারেন বয়স্ক নাগরিকরা

0
48

বিশ্বদীপ ব্যানার্জি: আসন্ন বাজেট (Union Budget 2023) নিয়ে কৌতুহল তুঙ্গে দেশবাসীর। একইভাবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সরকারও চাইবে জনতা জনার্দনকে খুশি রাখতে। তাই এবারের বাজেটে বেশ কিছু বড় চমক আশা করছেন বিশেষজ্ঞরা। এই চমকগুলির একটি হতেই পারে প্রবীণ নাগরিকদের রেল ভাড়ায় বড়সড় ছাড়।

আরও পড়ুন: ৭০ শতাংশ কর্মীকে ছাঁটাই, নতুন করে ব্যবসা শুরু করবে দেশের নামকরা কোম্পানি

- Advertisement -

ধারণা করা হচ্ছে, আগামী ১ ফেব্রুয়ারির বাজেটে (Union Budget 2023) বয়স্ক নাগরিকদের জন্য রেলের টিকিটে ছাড় ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এছাড়া করেও বিশেষ ছাড় দেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও গত ৭ বছরে মোদী সরকার বাজেটে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করেনি করদাতাদের। তবে এবারের ব্যাপারটা একটু হলেও আলাদা।

২০২৪ লোকসভা নির্বাচনের আগে এটিই শেষ বাজেট (Union Budget 2023)। এ কারণেই বেড়ে যাচ্ছে প্রত্যাশা। আশা করা হচ্ছে, করে ছাড় দেওয়ার পাশাপাশি রেলের টিকিটে-ও বয়স্কদের বিশেষ ছাড় ঘোষণা করতে পারে কেন্দ্র। যদিও এখনও পর্যন্ত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বয়স্কদের রেলের টিকিটে ছাড় দেওয়ার বিষয়ে কোনও ঘোষণা এখনও পর্যন্ত করেননি।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ইতিপূর্বে ২০১৯ পর্যন্ত রেলের কর্মচারীদের ক্ষেত্রে টিকিটে ছাড় দেওয়া হত। এছাড়া ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ৪০ শতাংশ ছাড় দেওয়া হত। অন্যদিকে ৫৮ বছরের ঊর্ধ্বে ৫০ শতাংশ ছাড় পেতেন মহিলারা। কিন্তু ২০১৯ থেকে সে ব্যবস্থা বন্ধ। আশা করা হচ্ছে, আবার ফিরতে পারে সেই দিন। যা জানা যাচ্ছে, রেলের মুনাফাও ইদানিংকালে বৃদ্ধি পেয়েছে। গত এপ্রিল থেকে ডিসেম্বর মাসে শুধুমাত্র টিকিট থেকেই আয় হয়েছে ৪৮ হাজার ৯১৩ কোটি টাকা। যা তার আগের বছরের তুলনায় ৭১ শতাংশ বেশি।