‘আমি কথা হারিয়ে ফেলেছি’- পর্দার একেন বাবু অনির্বাণ চক্রবর্তী

0
103

খাস ডেস্ক: জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেন বাবুর স্রষ্টা সুজন দাশগুপ্তর মৃত্যু মেনে নিতে পারছেন না পর্দার একেন বাবু অনির্বাণ চক্রবর্তী।

আজ সকালে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে লেখক সুজন দাশগুপ্তর মৃতদেহ, সম্ভবত ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তাঁর। এই দুঃসংবাদ পেয়ে হতবাক অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণ চক্রবর্তী বললেই বাঙালির কাছে প্রথমেই ভেসে আসে একেন বাবুর মুখ। এই চরিত্র অত্যন্ত জনপ্রিয়তা দিয়েছে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে, হইচই এর মত প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করেছে এই ওয়েব সিরিজ, ওয়েব সিরিজে অত্যন্ত জনপ্রিয়তা পাওয়ার পর বড়পর্দায় আসতে চলেছে একেন বাবু। এই নতুন গোয়েন্দাকে খুব ভালোবেসে গ্রহণ করেছেন বাঙালি দর্শক। তবে সুজন দাশগুপ্তর মৃত্যু মানে কি একেন বাবুর পথচলা শেষ? অনেকের মনেই এই প্রশ্ন ঘুরছে। তবে আপাতত এইসব কোনো কিছুই ভাবতে পারছেন না অভিনেতা অনির্বাণ চক্রবর্তী।

- Advertisement -

অনির্বাণ চক্রবর্তী জানিয়েছেন, ‘আমি সত্যিই জানি না ঠিক কি বলবো, কথা হারিয়ে ফেলেছি, সুজন দাশগুপ্ত এমন একজন যাকে আমি অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করি, আমি ঋণী। দর্শকের কাছে প্রথমে আমি একেন বাবু তারপর অনির্বাণ চক্রবর্তী, আর এই একেন বাবুকে তৈরি করার মূলে যে মানুষটা তিনি আজ আর নেই, তা কিছুতেই আমি মেনে নিতে পারছি না। সুজন দা একজন অত্যন্ত গুণি এবং মজার মানুষ। সুজন দা আমায় বলতেন, তিনি পর্দায় একেন বাবুকে অন্যরকম ভাবে কল্পনা করতেন, কিন্তু আমি এই চরিত্রে অভিনয় করার পর থেকে একেন বাবুকে তিনি এভাবেই কল্পনা করেন। এই কথাগুলো আমার মনে সব সময় থেকে যাবে যেমন ভাবে থাকবেন সুজন দা। আমি ওনাকে অত্যন্ত মিস করব।’ থিয়েটার, পর্দা বা ওয়েব সিরিজ সর্বক্ষেত্রে একাধিক কাজ করলেও অনির্বাণ চক্রবর্তীর জীবনে একেন বাবু অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ, তাই আজকের দিন শুধু অনির্বাণ চক্রবর্তীর জন্যই নয়, হইচই পরিবার এবং বহু দর্শকের জন্যই অত্যন্ত দুঃখের দিন এবং অপূরণীয় ক্ষতি।