ডিপ্রেশনকে হারিয়ে সোনা জেতা সহজ ছিল না: Vinesh Phogat

0
45
vinesh-phogat-won-gold-by-defeating-suspension-depression-and-concussion

স্পোর্টস ডেস্ক: টোকিও অলিম্পিক ২০২১ এর পরে ভিনেশ ফোগাটকে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) সাসপেন্ড করেছিল। তার বিরুদ্ধে অলিম্পিক গেমসের সময় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের প্রশিক্ষণ থেকে দূরে থাকার অভিযোগ উঠেছিল। ভিনেশ ফোগাট (Vinesh Phogat) টুর্নামেন্টের শুরুতেই বাদ পড়েছিলেন। এবার কমনওয়েলথ গেমসে সোনা জিতে তিনি বলেছেন যে, টুর্নামেন্টের সময় বিষণ্নতা এবং মনোরোগে ভুগছিলেন। কিন্তু এখন এক বছর পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তিনি কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতে বলছেন, এটি যেন একটি কঠিন পর্ব ছিল।

ভিনেশ ফোগাট (Vinesh Phogat) বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২ -এ স্বর্ণপদক জেতার পরে তার ইনস্টাগ্রামে লিখেছেন, “এটিও একটি সময়, এটিও একটি পর্ব ছিল! জীবনের কিছুই শেষ হয় না। আমাদের জন্য সর্বদা একটি নতুন শুরু। আপনাদের ভালবাসা এবং সমর্থন এই প্রবাদটিকে সত্যি বলে প্রমাণ করেছে। আপনাদের সমর্থন এবং বিশ্বাস সব সময় আমাকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে।”

- Advertisement -

আরও পড়ুন: Video : পন্থের ছেলে মানুষী দেখে মাঠেই চিৎকার করে ফেলেন রোহিত

 

View this post on Instagram

 

A post shared by Vinesh Phogat (@vineshphogat)

তিনি আরও লিখেছেন, “আপনাদের ভালবাসা এবং সমর্থনের কারণেই আজ দেশ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছে। টোকিও অলিম্পিকে দেশের হয়ে পদক জিততে না পারার জন্য আমি এখনও দুঃখিত। সেখান থেকে এখানের যাত্রা, সহজ ছিল না। আপনাদের ভালোবাসা ও সমর্থন না থাকলে হয়তো এখানে আসা সম্ভব হত না। আপনাদের ভালোবাসা, সমর্থন ও বিশ্বাস আমাদের প্রতি সব সময় এভাবেই রাখুন। জয় হিন্দ!”