বিকেলের ময়দানের খাসখবর (৭/৮/২০২২)

0
27

 

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায় চৌধুরী।

- Advertisement -

হিরো থেকে জিরো!

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে একাই ধসিয়ে দিয়েছিলেন ক্যারিবীয় পেসার ওবেড ম্যাকয়। ১৭ রানে ৬ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছিলেন তিনি। সেই ম্যাকয়ই এক ম্যাচ পর গড়লেন লজ্জার এক রেকর্ড। দুই উইকেট নিলেও ওবেড ম্যাকয় ৪ ওভারে দিয়েছেন ৬৬ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই কোনো ক্যারিবীয় বোলারের সবচেয়ে খরুচে বোলিং ফিগার।

বল খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু

বল খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ভারতের উত্তর প্রদেশের ১৫ বর্ষী এক তরুণের। স্থানীয় রাজর্ষি মণ্ডপের ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে দুর্ঘটনাটি ঘটে, জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। শনিবার বিকেলে বন্ধুদের সাথে রাজর্ষি মণ্ডপের কাছে ক্রিকেট খেলতে যায় ওই তরুণ। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফিরছিল না সে। পরে খুঁজতে বের হয় পরিবারের সদস্যরা। স্থানীয় ছেলেদের কাছে খোঁজ নিয়ে যানা যায় বল খুঁজতে ভবনের ছাদে উঠেছিল সে। পরে আর ফেরেনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা ভেবেছিল হয়ত বাড়ি চলে গেছে।

মেসির জোড়া ও নেইমারের গোলে বিধ্বস্ত ক্লেরমন্ত

ফরাসি লিগ ওয়ানের চলতি মৌসুমে মেসি-নেইমারের কাছে পাত্তাই পেলো না ক্লেরমন্ত। শনিবার (৬ আগস্ট) রাতে ক্লেরমন্তকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিশাল জয় দিয়ে মৌসুম শুরু করলো পিএসজি। এদিনে মেসি-নেইমার ছাড়া গোলের দেখা পান আশরাফ হাকিমি ও মার্কুইনোস।

আজ ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

কমনওয়েলথ গেমসের শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অলরাউন্ডার তাহ্লিয়া ম্যাকগ্রা। এবার তার হাত ধরেই সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালে উঠে গেল অস্ট্রেলিয়া। সেমিফাইনালে তারা ৫ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। আজ রবিবার ভারতীয় সময় রাত ৯.৩০মি, স্বর্ণপদকের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে অসিরা।

কানাডায় খেলবেন না নাদাল

সম্প্রতি চোটে আক্রান্ত হয়েছেন রাফায়েল নাদাল। পেটের পেশির চোটের কারণে মন্ট্রিল মাস্টার্স টুর্নামেন্টে খেলবেন না তিনি। এরই মধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছেন স্প্যানিশ তারকা।সিবিএস স্পোর্টসের খবরে জানা গেছে, ইনজুরিতে পড়ে উইম্বলডনের সেমিফাইনালেও খেলতে পারেননি নাদাল। এ বছর গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৯টি ম্যাচ খেলে সবকটিতেই জয়ী হয়েছেন নাদাল।

ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে মনে করেন মঈনও

বেশ কিছুদিন ধরেই ওয়ানডে ক্রিকেট নিয়ে অনেকে অনেক কথা বলছে। তবে সবার মত একই, সামনের কয়েক বছরের মধ্যে হারিয়ে যাবে ওয়ানডে ক্রিকেট। এবার ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানালেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলিও।

সোমবার হকির ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কমনওয়েলথ গেমসে পুরুষদের হকির ফাইনালে উঠেছে ভারত। প্রোটিয়াদের ৩-২ ব্যবধানে হারিয়েছেন হরমনপ্রীত সিংহরা। ভারতের হয়ে গোল করেছেন অভিষেক, মনদীপ সিংহ এবং যুগরাজ সিংহ। ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
এই নিয়ে তৃতীয় বার কমনওয়েলথ গেমস হকির ফাইনালে উঠল ভারত। সোমবার সোনার জন্য ভারতীয় দলকে খেলতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০০২ সালে এক বারই পুরুষদের হকিতে সোনা জিতেছিল ভারত। ২০০৬ সালে রানার্স হয়।

দাবা অলিম্পিয়াড: কারুয়ানাকে হারিয়ে চমক গুকেশের

চলতি ৪৪তম দাবা অলিম্পিয়াডে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ভারতের খুদে গ্র্যান্ডমাস্টার দাবাড়ু ডি গুকেশের শাসন। শনিবার বিশ্বের ক্রমতালিকার পাঁচ নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে বড় চমক দিয়েছে ১৬ বছরের নতুন তারা। তার সঙ্গে খেতাবি দৌড়ে ফেভারিট মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ ফলে হারিয়ে দিয়েছে ভারত ‘বি’ দল। এই নিয়ে চলতি প্রতিযোগিতায় টানা আট ম্যাচ জিতল গুকেশ। অষ্টম রাউন্ডের পরে তার পারফরম্যান্স রেটিং দাঁড়িয়েছে ৩৩৩৫!

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হর্ষল পটেল

সাইড স্ট্রেনের চোট। যার জন্য আসন্ন এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হর্ষল পটেল। ওয়েস্ট ইন্ডিজ সফররত ভারতীয় দলের সদস্য হর্ষল। এমনকি চোটের জন্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার খেলা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে।