সকালের ময়দানের খাস খবর (৯/৯/২০২২)

0
44
sports news evening bulletin 9 september 2022

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছে শান্তি রায় চৌধুরী।

ব্যাটিং তাণ্ডব চালিয়ে কোহলির সেঞ্চুরি

- Advertisement -

সেঞ্চুরি খরা কেটেছে বিরাট কোহলির। দীর্ঘদিন তিন বছর পর দেশের জার্সিতে শতক পেয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন কোহলি। ৫৩ বলে ১১ চার ও ৪ ছয়ে শতক হাঁকান সময়ের সেরা তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরিসংখ্যা এখন ৭১টি।

চ্যাম্পিয়ন্স লিগ: সেরা একাদশে জায়গা হয়নি মেসি-নেইমারের

শেষ হলো ২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহের খেলা। ৮ ম্যাচে ১৬ দল প্রথম সপ্তাহে মাঠে নেমেছিল। প্রথম গেম উইকে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘সোফাসকার’ তাদের সেরা একাদশ প্রকাশ করেছে। যেখানে জায়গা হয়নি মেসি-নেইমার-হল্যান্ডের কারো।

আইসিসিকে লিখিত অভিযোগ জানাবে পিসিবি

রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। তবে পাক-আফগান দ্বৈরথের উত্তাপ শুধু মাঠের খেলাতেই সীমাবদ্ধ ছিল না, ম্যাচ শেষে ছড়িয়ে পড়েছিল শারজার গ্যালারিতেও। দর্শকদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। আর দর্শকদের এমন ভাঙচুর এবং মাঠে ক্রিকেটারদের উগ্রতা নিয়ে আইসিসিকে লিখিত অভিযোগ জানাতে চেয়েছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এমন কথা জানান।

নতুন কোচ পেল চেলসি!

টমাস টুখেলের বিদায়ের পর নতুন কোচ পেল চেলসি। ব্রাইটনের কোচ গ্রাহাম পটারের সঙ্গে মৌখিক সম্মতিতে পৌঁছেছে টড বোয়েলির ম্যানেজমেন্ট বিভাগ। পটার এর আগে ব্রাইটন ছাড়াও কোচিং করিয়েছেন ওস্তারসান্ড ও সোয়ানসি সিটিকে।

যুক্তরাষ্ট্র ওপেনে চমক ১৯ বছরের টেনিস সেনসেশনের

যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে টেনিস জগতের টিনএজ সেনসেশন কার্লোস আলকারেজ। ইউএস ওপেনের ইতিহাসে ম্য়ারাথন ম্যাচ জিতে নজির গড়লেন রাফায়েল নাদালের দেশের বর্তমান প্রজন্মের টেনিস খেলোয়াড়। বুধবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে আলকারেজের প্রতিপক্ষ ছিলেন প্রতিযোগিতার ১১তম বাছাই জানিক সিনার। পিছিয়ে পড়েও পাঁচ সেটের ম্যাচে অনবদ্য কামব্যাকে শেষ হাসি হাসেন ১৯ বছরের আলকারেজ। স্প্যানিশ টেনিস তারকা পক্ষে আর্থার অ্যাশ স্টেডিয়ামে পাঁচ সেটের থ্রিলারের ফলাফল ৬-৩, ৬-৭ (৭-৯), ৬-৭(০-৭), ৭-৫, ৬-৩। এই প্রথম কোনও গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে পা রাখলেন তিনি।

অজিদের কাছে হেরে শীর্ষ খোয়াল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়া সফরে শুধু হারানোর গান শুনছে নিউজিল্যান্ড। ওয়ানডে সুপার লিগের শেষ পাঁচ ম্যাচের চারটিতে হার, অজিদের কাছে চ্যাপেল-হ্যাডলি সিরিজ খোয়ানো, শেষে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হাতছাড়া। কেন উইলিয়ামসনের দল খুইয়েছে গুরুত্বপূর্ণ ২০টি পয়েন্টও। টানা দুই হারে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমেছে নিউজিল্যান্ড। তাদের থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠেছে ইংল্যান্ড। সুপার লিগে ১১০ পয়েন্ট নিয়ে চার ও পাঁচ নম্বরে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

দলীপের প্রথম দিন ভাল জায়গায় পূর্বাঞ্চল

দলীপ ট্রফির প্রথম দিনে ভাল জায়গায় পূর্বাঞ্চল। বাংলার ব্যাটারদের দাপট দেখা গেল বৃহস্পতিবার। ওপেন করতে নেমে অর্ধশতরান করলেন সুদীপ ঘরামি। রান পেলেন অনুষ্টুপ মজুমদারও। দিনের শেষে তিন উইকেট হারিয়ে পূর্বাঞ্চল তুলেছে ১৭৯ রান। ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি (৯ রান অপরাজিত) এবং বিরাট সিংহ (৪৩ রানে অপরাজিত)। উত্তরাঞ্চলের হয়ে একটি করে উইকেট নিয়েছেন নবদীপ সাইনি, সিদ্ধার্থ কৌল এবং হিমাংশু রানা।

শেষ ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে সান্ত্বনার জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নেমে ছিল ভারতীয় দল। জিতলেও ফাইনালে খেলার সুযোগ নেই, মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই বৃহস্পতিবার মাঠেই নামলেন না অধিনায়ক রোহিত শর্মা। বিশ্রাম দেওয়া হল হার্দিক পাণ্ড্য, যুজবেন্দ্র চহালকে। ভারতকে নেতৃত্ব দিলেন লোকেশ রাহুল। ভারতের ২ উইকেটে ২১২ রানের জবাবে আফগানরা শেষ পর্যন্ত করল ৮ উইকেটে ১১১ রান। ১০১ রানে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান এ বারের মতো শেষ করল ভারত।

নীরজ ডায়মন্ড লীগ জিতে জানান দিলেন তিনিই ভারতের কিংবদন্তি অ্যাথলিট

অলিম্পিকে সোনা, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনা, বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে রুপো পাওয়ার পর এবার ডায়মন্ড লীগ চ্যাম্পিয়ন হলেন নীরজ চোপরা। বৃহস্পতিবার জুরিখে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লীগ ফাইনাল জিতে এক ইতিহাস গড়লেন নীরজ। সেদিন প্রথম প্রচেষ্টায় ফাউল করে ফেলেন নীরজ। তাতে হতাশ না হয়ে দ্বিতীয় প্রচেষ্টাতেই সেরা ৮৮.৪৪ মিটার থ্রোতে ডায়মন্ড লীগ চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলেন নীরজ। বিদেশের মাটিতে শেষ কবে কোন ভারতীয় অ্যাটলিট এমন ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন? মনে হয়, নীরজের ধারে কাছে কেউ নেই। নীরজ যে সব জায়গাতেই অনন্য অসাধারণ!