সিটবেল্ট নিয়ে আরও কড়া বার্তা, অ্যামাজনসহ ই-কমার্স সংস্থাগুলিকে নোটিস পাঠাল কেন্ত্র

0
15

খাস ডেস্ক: সম্প্রতি চারচাকা গাড়ি সংক্রান্ত একাধিক নিয়ম কেন্ত্রীয় সরকার লাগু করেছে। আগে শুধু চার চাকায় প্রথম দিকের সিটে বসলে সিট বেল্ট বাঁধতে হত। কিন্তু এবার থেকে পিছনের সিটে বসলেও বাঁধতে হবে সিট বেল্ট। আর বেল্ট না বাঁধলে হতে পারে জরিমানা। শিল্পপতি সাইরাসের মৃত্যুর জেরেই এমনটা কড়া সিধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন-বাগুইহাটি জোড়া খুন কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

- Advertisement -

কিন্তু এবার সিটবেল্ট নিয়ে আরও কড়া বার্তা দিল কেন্ত্র। অ্যামাজনসহ একাধিক ই-কমার্স সংস্থাগুলিকে নোটিস পাঠাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংস্থা গুলিকে এমন যন্ত্র বিক্রি করতে বারণ করা হয়েছে, যেই যন্ত্রগুলি গাড়িতে সিটবেল্ট অ্যালার্ম বন্ধ করে দেয়। উল্লেখ্য, বর্তমানে অধিকাংশ গাড়িতেই এই ব্যবস্থা রয়েছে। যার ফলে সামনে সিটে বসা চালক ও যাত্রী সিটবেল্ট না পরলে একটানা অ্যালার্ম বাজতে থাকে।

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

প্রসঙ্গত, রবিবার মহারাষ্ট্রে সাইরাস মিস্ত্রির দ্রুতগামী মার্সিডিজটি একটি ডিভাইডারে ধাক্কা মারে। টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান ওই গাড়ির পিছনের সিটে বসে ছিলেন। পিছনের সিটে বসে থাকার কারণেই সিট বেল্ট বাঁধেননি তিনি। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরেই সিতবেল্ট নিয়ে কড়া সিধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন-ভাই জেল থেকে বের হতে পারবে তো, অনুব্রত প্রসঙ্গে প্রশ্ন দিলীপের

উল্লেখ্য, পিছনের সিটে বসে থাকা যাত্রীদের সিট বেল্ট না পরলে জরিমানা দিতে হবে। কিন্তু সেই জরিমানার কত হবে? সে প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছে, সর্বনিম্ন জরিমানা হল ১ হাজার টাকা। তবে কেন্দ্রীয় মোটরযান বিধির ১৩৮(৩) নম্বর ধারা অনুযায়ী, চলন্ত গাড়িতে পিছনের আসনে বসা আরোহীকেও সিট বেল্ট বাঁধতে হবে। তা না হলে হাজার টাকা পর্যন্ত জরিমানার কথাও বলা রয়েছে। কিন্তু এই আইন থাকলেও তা অনেকেরই জানেন না। যদিও এপ্রসঙ্গে এবার নয়া বিবৃতিতে আনলে চলছে কেন্দ্র।