আজকের ময়দানের খাস খবর (২৯/১২/২০২২)

0
80
transfer rumours christiano-ronaldo-heading-back-to-juventas

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

বিশ্বকাপে ব্যবহৃত বাসগুলো লেবাননকে উপহার দিচ্ছে কাতার!

- Advertisement -

কাতার বিশ্বকাপে সমর্থক ও সংশ্লিষ্টদের যাতায়াতের জন্য দীর্ঘ এক মাস ধরে বিপুলসংখ্যক বাস ব্যবহৃত হয়েছে। এসব বাস এখন লেবাননকে উপহার হিসেবে দিয়ে দিচ্ছে ২২তম বিশ্বকাপের স্বাগতিকরা। বিশ্বকাপে যাতায়াতের জন্য তিন হাজারের বেশি বাস কিনেছিল তারা। বিশ্বকাপ শেষে এসব উন্নয়নশীল দেশগুলোকে উপহার হিসেবে দিয়ে দেবে মর্মে কথা দিয়েছিল কাতার। তারই ধারাবাহিকতায় লেবাননকে বাস উপহার দেয়ার কথা চলছে।

শেষ পর্যন্ত রোনাল্ডো শারীরিক পরীক্ষা দিলেন মধ্য এশিয়ার ক্লাবেই

চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনও ক্লাবে সই করতে চেয়েছিলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডেস ইউরোপের একাধিক ক্লাবের সঙ্গে যোগাযোগও করেন। কিন্তু সাড়া মেলেনি। শেষ পর্যন্ত হয়ত সৌদি আরবের আল নাসেরেই খেলতে দেখা যাবে পর্তুগালের তারকাকে। শারীরিক পরীক্ষা দিলেন এশিয়ার ক্লাবেই।

নতুন বছরের শুরুতেই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল

বিশ্বকাপ শেষ হওয়ার একমাসের মধ্যেই মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এই লড়াই দুই দেশের সিনিয়দের দলের নয়।
আসন্ন ‘লাটিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’-এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে দল দু’টি। অনুর্ধ্ব-২০ কোপা আমেরিকার ‘এ’ গ্রুপে রয়েছে কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি ও বলিভিয়া। কলম্বিয়ার মাটিতে টুর্নামেন্টটি শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি হবে ২৩ জানুয়ারি। ১২ ফেব্রুয়ারি ফাইনাল।

সেই তিক্ততার পর প্রথমবার অস্ট্রেলিয়ায় জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়েও নোভাক জোকোভিচের দেশটি থেকে বিতাড়িত হওয়ার বিষয়টি এখনও টেনিস বিশ্বের বহুল আলোচিত ঘটনাগুলোর একটি। বিতর্কিত সেই অধ্যায়ের প্রায় এক বছর পর আবার অস্ট্রেলিয়ায় পা পড়েছে এই টেনিস তারকার। টেনিস অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, মঙ্গলবার অ্যাডিলেইডে পৌঁছেছেন জোকোভিচ। এখানে আগামী রবিবার শুরু হতে যাওয়া অ্যাডিলেইড ইন্টারন্যাশনালে খেলবেন তিনি।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জাপানের কোচ মোরিইয়াসু

কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে জাপান। যার কোচিংয়ে এটা সম্ভব হয়েছে, সেই হাজিমে মোরিইয়াসুর ওপরই আস্থা রাখছে এশিয়ার দেশটির ফুটবল কর্তৃপক্ষ। আগামী বৈশ্বিক আসর পর্যন্ত স্বদেশের কোচ থাকছেন তিনি। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে বিশ্বকাপের ২৩তম আসর। জাপান ফুটবল অ্যাসোসিয়েশন বুধবার বিবৃতিতে জানায়, চার বছর পরের ওই আসরেও তাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোরিইয়াসু।

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে শ্রেয়াস

মিরপুর টেস্টে ভারত যখন হারের শঙ্কায়, তখন ত্রাতা হয়ে দাঁড়ান শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। অষ্টম উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিতে জয় পায় সফরকারীরা। ওই পারফরম্যান্সের ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা ১৬ তম স্থানে জায়গা করে নিয়েছেন শ্রেয়াস। তিন বিভাগেই উন্নতি করেছেন অশ্বিন। র‍্যাঙ্কিং নিয়ে বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মেসি

বিশ্বকাপ জয় করে নিজ জন্মস্থান রোজারিওতে সময় কাটাচ্ছেন তারকা ফুটবলার লিওনেল মেসি। নিজ জন্মস্থানে ভক্তরা ভিড় করলেও পর্যাপ্ত সময় দিতে পারছেন না এই আর্জেন্টাইন জাদুকর। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজারিও’র ভক্তদের কাছে ক্ষমা চেয়েছে কিংবদন্তি ম্যারাডোনার এই উত্তরসূরি।

কীর্তি গড়া কোচকে সরিয়ে দিল ক্লাব ব্রুজ

ইউরোপে ক্লাব ব্রুজের পারফরম্যান্স আলো ঝলমলে। তবে ঘরোয়া ফুটবলে ধুঁকছে বেলজিয়ামের দলটি। তাই ক্লাব ব্রুজকে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় তুলেও টিকতে পারলেন না কার্ল হুফকেনশ। গত মে মাসে প্রধান কোচের চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। টিকতে পারলেন ছয় মাসের একটু বেশি সময়। বুধবার এক বিবৃতিতে তাকে সরিয়ে দেওয়ার কথা জানাল ক্লাব ব্রুজ।

এনজোকে পেতে উঠেপড়ে লেগেছে চেলসি

ব্যাপক টানাহেঁচড়া শুরু হয়েছে বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার এনজো ফার্নান্দেসকে নিয়ে। মধ্যবর্তী দলবদলে তাকে নিতে এতদিন ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুলের নাম শোনা গেলেও এবার রেসে যুক্ত হয়েছে চেলসিও। আর্জেন্টাইন তারকাকে পেতে ব্লুজ কর্তৃপক্ষ রিলিজ ক্লজ পরিশোধ বাবদ ১০৬ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে।

ভাঙা আঙুল সারিয়ে ভারতের বিরুদ্ধে নামতে মরিয়া গ্রিন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাতের আঙুলের চোট তাঁকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট থেকে ছিটকে দিয়েছে। কিন্তু ক্যামেরন গ্রিন তাঁর পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেছেন। যে করে হোক ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে সুস্থ হয়ে ওঠা।
নতুন বছরের ফেব্রুয়ারির শুরুতেই ভারতের মাটিতে চার টেস্টের সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া।

ইউরোপের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব ইগা সোয়াইটেক

২০২২ সালের ইউরোপীয়ান বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন নারী টেনিসের নাম্বার ওয়ান ইগা সোয়াইটেক। পোলিশ প্রেস এজেন্সি (পিএপি) ইগা সোয়াইটেককে এই খেতাবের জন্য নির্বাচিত করেছে। ২০২১ সালে নোভাক জোকোভিচের পর এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত টেনিসের কোনও খেলোয়াড় এই পুরস্কারের জন্য সেরা বিবেচিত হলেন। ১৯৫৮ সালের পর থেকে প্রতি বছর এই পুরস্কার দিয়ে আসছে পিএসপি।