‘বাপ কা বেটা’, দলের কর্মীদের দিকে তাকালেই ধোলাই হবে BJP’র, মন্ত্রীপুত্রের মন্তব্যে বিতর্ক

0
69

দিনহাটা: বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বেফাঁস মন্তব্যের জন্য আলোচনায় উঠে আসেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। এবার একই পথে হেঁটে বিজেপিকে ধোলাই দেওয়ার নিদান দিলেন মন্ত্রী পুত্র সায়ন্তন গুহ। বুধবার রাতে এক সভায় তাঁর মন্তব্যের জেরে নতুন বিতর্ক দানা বাঁধে।

আরও পড়ুন: সব দুর্গন্ধ নীল সাদায় ঢেকে দিয়েছেন মুখ্যমন্ত্রী, মোদী-মমতার বৈঠক নিয়ে কটাক্ষ CPIM নেতার

- Advertisement -

বুধবার তৃণমূলের এক সভায় মন্ত্রী পুত্র বলেন, “বিজেপি তৃণমূলকর্মীদের দিকে তাকালেই ধোলাই হবে। বিজেপি গুণ্ডাদের ধোলাই হবে। এমন মার দেওয়া হবে যে খুঁজেই পাওয়া যাবে না।” সায়ন্তন গুহের এহেন মন্তব্যের জেরে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। যদিও চুপ করে থাকেনি বিজেপি। বাংলার প্রধান বিরোধী দল পাল্টা আক্রমণ শানিয়ে বলেছে, “ভবিষ্যতে বাবা-ছেলে দুজনকেই কলকাতায় পালাতে হবে। বাপ-ব্যাটা কোচবিহারে রামধোলাই খাবে।”

বিভিন্ন সময় হুমকি-শাসানি দিয়ে শিরোনামে থেকেছেন উদয়ন গুহ। গত মাসেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে জেল পাঠানোর হুমকি দিয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এবার সায়ন্তন গুহ হয়ে উঠলেন একেবারে ‘বাপ কা বেটা’। রাজনৈতিক মহলের মতে, ‘বাবার ধারাতেই রাজনীতির ময়দানে হাত শক্ত করতে চাইছেন সায়ন্তন। গত কয়েকদিনে দিনহাটার বিভিন্ন গ্রামে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ছোট ছোট সভাও করেছিলেন তিনি।

আরও পড়ুন: আম্বানি পরিবারে বাজবে বিয়ের সানাই, শৈশবের বান্ধবীর সঙ্গে মন্দিরে বাগদান সারলেন Anant Ambani