আজকের ময়দানের খাসখবর (১৩/৩/২০২৩)

0
44

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন
শান্তি রায়চৌধুরী।

ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলল নিউজিল্যান্ড

- Advertisement -

কেইন উইলিয়ামসন তখনো মাটিতে বসে ছিলেন। নিল ওয়াগনার এসে তাঁকে জড়িয়ে ধরলেন। শ্রীলঙ্কানরা তখনো বিশ্বাস করতে পারছেন না কী হল। ম্যাচ নিউজিল্যান্ড জিতল, না অমীমাংসিত থাকল। না,একটুর জন্য রান আউটের হাত থেকে বেঁচে গেলেন উইলিয়ামসন। আর সে রানের সুবাদে ২ উইকেটের জয় নিশ্চিত হলো স্বাগতিক দলের।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের এই জয়ে নিশ্চিত হলো জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবারও থাকছে ভারত। আহমেদাবাদ টেস্টের শেষ দিনে সে ফাইনালেরই মহড়া দিচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। ৭৫ বছর আগে ১৯৪৮ এর ২০ ডিসেম্বর ডারবানে এরকমই টেস্ট দেখেছিল ক্রিকেট বিশ্ব। শেষ বলে ইংল্যান্ড হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।

ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট অমীমাংসিত, দু’দলের সম্মতিতে শেষ হল খেলা

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তুলল ২ উইকেট ১৭৫ রান। লাবুশেন ৬৩ এবং স্মিথ ১০ রানে অপরাজিত থাকলেন। ১টি করে উইকেট অশ্বিন এবং অক্ষরের। এর ফলে, বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ যেমন জিতল, তেমনি পৌঁছে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। সংক্ষিপ্ত স্কোর: ভারত :প্রথম ইনিংস ৫৭১। অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস ৪৮০ ও দ্বিতীয় ইনিংস ২ উইকেটে ১৭৫।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল

টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শতকরা ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দুইয়ে ভারতের পয়েন্টের হার ৬০.২৯। শ্রীলঙ্কার অবস্থান চারে, তাদের শতকরা পয়েন্ট ৪৮.৪৮। শতকরা ৫৫.৫৬ পয়েন্ট নিয়ে তিনে দক্ষিণ আফ্রিকা।

ভারতের ঢিলের জবাবে পাকিস্তান পাটকেল ছুড়লো

২০২৩ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তারা খুব করে চাইছে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে। কিন্তু ভারত সেখানে যেতে চাইছে না নিরাপত্তার কারণ দেখিয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সবশেষ সভার আলোচনা অনুযায়ী পাকিস্তানে নয়, নিরপেক্ষ ভেন্যুতে হতে যাচ্ছে এশিয়া কাপ। অন্যদিকে পাকিস্তান সেপ্টেম্বরে নিজ দেশেই এটা আয়োজন করতে চাইছে। ভারতের ওপর চাপ তৈরি করতেই হয়তো পাকিস্তান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ পাকিস্তান যদি নিজ দেশে এশিয়া কাপ আয়োজন করতে না পারে, ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে। তাহলে পাকিস্তানও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাবে না। রবিবার জিও নিউজ এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রসঙ্গ বাবর-রিজওয়ান: পিসিবিকে ধুয়ে দিলেন প্রাক্তন পিসিবি প্রধান

আসন্ন পাকিস্তান-আফগানিস্তান সিরিজে বাবর আজম ও মুহাম্মদ রিজওয়ানকে বিশ্রামে পাঠানোর কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবরের পরিবর্তে ৩ ম্যাচের এই টি-টুয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদিকে চায় পিসিবি। আর সিনিয়রদের বিশ্রামে পাঠিয়ে জুনিয়র খেলোয়াড়দের নামানোর কথা ভাবা হচ্ছে।
মূলত এ বিষয়েই ক্ষোভ ঝাড়লেন পিসিবির প্রাক্তন চেয়ারম্যান রমিজ রাজা। তিনি বলেন, আসলে বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। মনে হচ্ছে, পিসিবির বর্তমান কমিটি পাকিস্তানের অধিনায়ক হিসেবে বাবর আজমকে হজম করতে পারছে না।

এখনও আইপিএল খেলার ছাড়পত্র চাননি সাকিব

সাকিব আল হাসান কি আয়ারল্যান্ডের সাথে একমাত্র টেস্ট খেলবেন? আইপিএল শুরু হবে ৩১ মার্চ। আর বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট মাঠে গড়াবে আগামী ৪ এপ্রিল। তাই আইপিএল খেলতে গেলে সাকিবের ওই টেস্ট খেলার সম্ভাবনা খুব কম। টেস্ট তো নয়ই, কলকাতা নাইট রাইডার্সের যেহেতু ১ এপ্রিলই খেলা, তাই সাকিব আয়ারল্যান্ডের সঙ্গে ৩১ মার্চ চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচও খেলতে পারবেন কি না- তা নিয়েও আছে সংশয়।
বিসিবি কি সাকিবকে আইপিএল খেলার অনুমতি দেবে?

১৭ মার্চ ভারত অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ শুরু

ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ১৭ মার্চ থেকে। মুম্বইতে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে। এরপর ১৯ মার্চ বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ ২২ মার্চ মুম্বইতে।

আর্জেন্টাইনকে ফাউল করে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ক্যাসেমিরো

রিয়াল মাদ্রিদে কখনো সরাসরি লাল কার্ড না দেখা ক্যাসেমিরো, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগের শেষ তিন ম্যাচে দুই বার লাল কার্ড দেখেছেন। তাতে এ ব্রাজিলিয়ান ডিফেন্ডসিভ মিডফিল্ডার চার ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন।

সাকিবের মোট সম্পত্তির পরিমাণ কত?

সম্প্রতি ক্রিকট্র্যাকারের একটি সমীক্ষায় দেখতে পাওয়া গিয়েছে যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি অর্থ উপার্জন করেন সাকিব আল হাসান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৫ মিলিয়ন মার্কিন ডলার, যেটা ভারতীয় টাকায় দাঁড়ায় প্রায় ৩৫০ কোটি টাকার বেশি।

দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে সিটির সঙ্গে ব্যবধান বাড়াল আর্সেনাল

আগের দিন ম্যানচেস্টার সিটি জয় পাওয়ায় চাপ বেড়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের ওপর। তবে তুড়ি মেরে চাপ উড়িয়ে দিয়ে অবিশ্বাস্য গতিতে জয়রথ ছোটাচ্ছে গানাররা। দুই ব্রাজিলিয়ানের গোলের সঙ্গে অধিনায়কের গোল মিলিয়ে বড় জয় পেয়েছে আর্সেনাল। রবিবার (১২ মার্চ) প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহামকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ফুলহামের মাঠ ক্রাভেন কটেজে প্রথমার্ধেই গোল তিনটি করেন গ্যাব্রিয়েল ম্যাগালহাস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও মার্টিন ওডেগার্ড।

মোহাম্মদ সালাহর বাসায় রহস্যজনক চুরি

লিভারপুলের হয়ে মাঠের ফুটবলে বেশ ব্যস্ত মোহাম্মদ সালাহ। শেষ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে অবশ্য তেমন ভালো খেলেননি তিনি। তারকা ফুটবলারের সহজ পেনাল্টি মিসে দল হেরেছে তলানিতে থাকা দলের বিপক্ষে। মাঠের ফুটবলে এই বিপর্যয়ের মধ্যেই আবার নতুন দুঃসংবাদ এলো মিশরীয় তারকার জন্য। লিভারপুল তারকার মিশরের বাড়িতে চুরি হয়েছে। আর চুরির পাশাপাশি সেখানে অদ্ভুত কিছু ঘটনাও ঘটেছে। চুরি করতে এসে চোরেরা কিছু স্যাটেলাইট রিসিভার নিয়ে পালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, চুরির ঘটনায় তদন্ত করছে পুলিশ। কে বা কারা সালাহর বাড়িতে চুরি করেছে সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।

বার্সার বিরুদ্ধে মামলা করবে রিয়াল

রেফারিদের অর্থ দেয়ার অভিযোগে বার্সেলোনার বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের প্রাক্তন দুই কর্তার বিরুদ্ধে দেয়া অভিযোগে প্রসিকিউটরদের সঙ্গে যোগ দেয়ার কথাও জানিয়েছে লস ব্ল্যাঙ্কোস। বেশ কিছুদিন ধরে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে রেফারিদের টাকা দেয়ার অভিযোগ উঠেছে। সে অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে স্পেনের আরেক ক্লাব রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ও ক্লাবটির প্রাক্তন দুই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া স্প্যানিশ প্রসিকিউটরদের সঙ্গে যোগ দেবে মদ্রিদের ক্লাবটি। রবিবার (১২ মার্চ) বার্সার এই কেলেঙ্কারি নিয়ে আলোচনায় বসেছিল রিয়াল মাদ্রিদ। প্রসিকিউটরদের গুরুতর অভিযোগ হিসেবে অভিহিত করা বিষয়টির জন্য বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ ও স্প্যানিশ চ্যাম্পিয়নরা। স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস গত শুক্রবার (১০ মার্চ) বার্সেলোনার বিরুদ্ধে মামলা করার কথা জানায়।

হার্দিককে টেস্ট টিমেও দেখতে চান শেন ওয়াটসন

কাতারে লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশ নিচ্ছেন এই অজি কিংবদন্তি। সেখানেই তিনি বলেন, ‘হার্দিকের শরীর যদি ফিট থাকে, ওকে টেস্ট ক্রিকেটেও ফেরানো উচিত। ব্যাটিং-বোলিংয়ে ওর দক্ষতা প্রশংসনীয়। ব্যাটিং টেকনিকের দিক থেকেও খুবই ভালো। এটা ঠিক যে, ও পাওয়ার হিটার। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং অর্ডারেও ওপরের দিকে ব্যাট করছেন। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে চারে ব্যাট করেন হার্দিক। তবে ও শুধু পাওয়ার হিটারই নয়। টেস্ট ক্রিকেট খেলার মতো ওর ব্যাটিং টেকনিক রয়েছে। টেস্টেও সাফল্য পাবে।’

বার্সা খেলোয়াড়দের ওপর ‘জাল নোট’ ছুঁড়ে বিলবাও সমর্থকদের প্রতিবাদ

লা লিগায় রোববার (১২ মার্চ) অ্যাথলেটিক বিলবাও’র মাঠ সান মামেসে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচ শুরুর আগে সান মামেসে বিলবাও সমর্থকরা বার্সেলোনার খেলোয়াড়দের ওপর জাল নোট নিক্ষেপ করে প্রতিবাদ জানায়।

এমি মার্টিনেজকে দলে ভেড়াতে চায় টটেনহ্যাম

কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমি মার্টিনেজ খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলায়। প্রিমিয়ার লিগের দলটি বর্তমানে অবস্থান করছে পয়েন্ট তালকার ১১ নম্বরে। বিশ্বকাপজয়ী মার্টিনেজ যদি ক্লাব ফুটবলের সেরা আসর চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বাদ পেতে চান তবে আগামি মৌসুমে শীর্ষ কোন ক্লাবে যাওয়া ছাড়া বিকল্প পথ খোলা নেই। সেই সুযোগটা তাকে দিতে পারে লিগেরই আরেক দল টটেনহ্যাম হটস্পার। যদিও তাদেরও চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা নিশ্চিত নয় এখনো।

হ্যাটট্রিক হরমনপ্রীতের, হকি মাঠে অজিদের ওড়াল ভারত!

হকি প্রো লিগে ভারতের কাছে নাকানিচোবানি খেল অস্ট্রেলিয়া। অজিদের ৫-৪ গোলে হারাল ভারত। হরমনপ্রীত একাই করলেন হ্যাটট্রিক।ম্যান অফ দ্যা ম্যাচও তিনি। নতুন কোচের তত্ত্বাবধানে হরমনপ্রীত সিংরা দুরন্ত পারফর্ম করলেন। হকি প্রো লিগে আগেই জার্মানিকে হারিয়েছেন তাঁরা। এ বার অজিদের হারিয়ে আবার নিজেদের প্রমাণ করলেন হরমনপ্রীতরা।

সোনালি বিজয়ের দিনে দুয়ো শোনার দুঃখ শাভির

আথলেতিক বিলবাওয়ের মাঠ থেকে তুমুল লড়াইয়ের পর জয় নিয়ে ফেরার স্বস্তি আছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান ধরে রাখার তৃপ্তিও আছে বার্সেলোনার। পাশাপাশি সান মামেসে বিলবাও সমর্থকদের কাছ থেকে দুয়ো শোনার দুঃখও কম নয় দলটির কোচ শাভি এর্নান্দেসে

তিন মাসে দ্বিতীয়বার সেরা ব্রুক ও গার্ডনার

টেস্ট ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে চলা হ্যারি ব্রুকের অর্জনের মুকুটে যোগ হল আরেকটি পালক। ফের ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর পুরস্কার জিতলেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। ফেব্রুয়ারি মাসের মহিলাদের সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার।