ভ্যাপসা গরমে শীতের আমেজ চান, খোঁজ রইল ৩ টি শৈলশহরের

0
97

খাস ডেস্ক: মার্চের শুরু হতে না হতেই শহরজুড়ে গরমের আভাস। বেলা বাড়লেই বাড়তে থাকে রোদের তীব্রতা। এই সময় শীতের আমেজ পেতে মন চায়। তবে চিন্তা কিসের! আজ খোজ রইল এমনই কয়েকটি শৈলশহরের। অল্প বাজেটেই ঘুরে আসা যাবে ভারতের এই জায়গাগুলি থেকে।

আরও পড়ুন: ভালোবেসে নিজেকেই বিয়ে তরুণীর, ২৪ ঘন্টার মধ্যেই চাইলেন ডিভোর্স

- Advertisement -

কুর্গ: পশ্চিমঘাট পর্বতের ঢালে কোদাগু জেলায় অবস্থিত একটি ট্যুরিস্ট স্পট কুর্গ। উঁচু-নিচু পাহাড়, ঝর্না, নদীর স্রোত মন ভালো করে দেবে। এখানকার অন্যতম আকর্ষণীয় বিষয় হল একরের পর একর জমিতে কফি চাষ। পর্যটকদের জন্য রয়েছে ট্রেকিং, জিপলিং, রাফটিংয়ের বন্দোবস্ত।

আরও পড়ুন: ‘Washing Powder BJP’, লালু কন্যা রোহিণীর নিশানায় মোদী সরকার

মুন্নার: পশ্চিমঘাট পর্বতমালার অন্যতম একটি জনপ্রিয় শৈলশহর কেরলের মুন্নার। পাহাড়ের মধ্যে বিস্তৃত চা বাগানের সৌন্দর্যের জন্য ব্রিটিশ জমানা থেকেই দেশজুড়ে মুন্নারের খ্যাতি ছড়িয়ে পড়েছে।

উটি: দাক্ষিণাত্যের অন্যতম জনপ্রিয় শৈলশহর উটি। তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত এই শহরের প্রকৃত নাম ‘উধাগমণ্ডলম’। মেঘে ঘেরা উটিতে রয়েছে পাইন, চা-কফির বাগান,‌ জলপ্রপাত, বোটানিক্যাল গার্ডেন।

আরও পড়ুন: ‘টোটাল স্ক্যাম কুন্তল করেছে’, ইডি দফতরে ঢোকার মুখে নিজের দাবিতেই অনড় শান্তনু