রোনাল্ডোর ঘোষণার পরই Manchester United বিক্রি করতে প্রস্তুত গ্লেজার পরিবার

0
62
manchester-united-sale-glazers-looking-to-offload-club-since-the-summer

স্পোর্টস ডেস্ক: ইংলিশ ফুটবল জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) মালিক গ্লেজার পরিবার ক্লাব বিক্রির প্রস্তুতি শুরু করে দিয়েছে। গ্লেজার পরিবার জানিয়েছে যে, তারা ক্লাবটি বিক্রি করার জন্য তৈরি। দীর্ঘ ১৭ বছর ধরে ক্লাবের মালিকানার দায়িত্বে থাকার পর গ্লেজার পরিবার দেখতে আগ্রহী যে কোনও ক্রেতা এই ক্লাবে বিনিয়োগ করতে ইচ্ছুক কিনা। সাম্প্রতিক অতীতে এই ক্লাবের পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না। ক্লাব সমর্থকরাও ম্যান ইউয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল। এই ক্লাবের খরচ প্রায় পাঁচ বিলিয়ন ইউরো (৪৮৫৮৬ কোটি টাকা)। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গ্লেজার পরিবার ক্লাব বিক্রি করলে কোনও আমেরিকান বিনিয়োগকারীরা এটি কিনতে পারবেন। ম্যানচেস্টার ইউনাইটেড একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে, তারা তাদের মালিকানা পরিবর্তন করতে প্রস্তুত। গ্লেজার ফ্যামিলি ক্লাবে নতুন বিনিয়োগ, বিক্রয় বা কোম্পানির সঙ্গে জড়িত অন্যান্য লেনদেনের জন্য তার বিকল্পগুলিকে উন্মুক্ত রাখছে।

ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) বিবৃতিতে বলেছে, “বিশ্বের অন্যতম সফল এবং ঐতিহাসিক স্পোর্টস ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, আজ ঘোষণা করছে যে কোম্পানির পরিচালনা পর্ষদ ক্লাবটির জন্য কৌশলগত বিকল্পগুলি অন্বেষণ করার জন্য একটি প্রক্রিয়া শুরু করছে। ক্লাব উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য হল ক্লাবকে মাঠের বাইরে এবং বাণিজ্যিকভাবে সুযোগ পাইয়ে দিতে আরও সক্ষম করা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বোর্ড ক্লাবে নতুন বিনিয়োগ, বিক্রয় বা কোম্পানির সঙ্গে জড়িত অন্যান্য লেনদেন বিবেচনা করবে। এর মধ্যে স্টেডিয়াম এবং অবকাঠামোর পুনঃউন্নয়ন সহ ক্লাবকে শক্তিশালী করার জন্য বেশ কয়েকটি উদ্যোগের মূল্যায়ন অন্তর্ভুক্ত করা হবে। বিশ্বব্যাপী ক্লাবের কার্যক্রমের সম্প্রসারণ, প্রতিটি ক্লাবের পুরুষ, মহিলা এবং একাডেমী দলগুলির দীর্ঘমেয়াদী সাফল্য বৃদ্ধি করতে চাইবে। সমর্থক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য সুবিধা প্রদান করুন।”

- Advertisement -

আরও পড়ুন: চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে এড়ানোর জন্যই কী ম্যাচ হারল মেসিরা

উল্লেখ্য, রাইন গ্রুপ ফুটবল ক্লাব চেলসির বিক্রিতে মূল ভূমিকা পালন করেছিল, তারাই ইউনাইটেডের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করেছিল। রেড ডেভিলসরা ২০১৩ সাল থেকে প্রিমিয়ার লিগ জেতেনি। অ্যালেক্স ফার্গুসনের পর থেকে অনেক ম্যানেজার এসেছেন এবং দায়িত্ব ছেড়েছেন। কিন্তু কেউই তেমন সফল হননি। সম্প্রতি ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এক সাক্ষাৎকারে ক্লাব নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। এরপর রোনাল্ডো ও ম্যান ইউয়ের সম্মতিতে ক্লাব ছাড়তে প্রস্তুত সিআরসেভেন।