ম্যানচেস্টার ইউনাইটেডের উচিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া, দাবি ওয়েন রুনির

0
42
manchester united must let cristiano ronaldo leave says wayne rooney

সব্যসাচী ঘোষ : ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তী ইংরেজ ফরোয়ার্ড ওয়েন রুনি মনে করেন, সাফল্য পাওয়ার জন্য দলের উচিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছেড়ে দেওয়া। গত মরশুমে রোনাল্ডোর ব্যক্তিগত পারফর্মেন্স দুর্দান্ত হলেও অনেকে মনে করেন, তার চরিত্র ও মানসিকতা রেড ডেভিলসের জন্য খারাপ প্রভাব ফেলেছে।

বর্তমানে মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেডের কোচিং করানো রুনি বলেছেন, “আমার মনে হয় ইউনাইটেডের উচিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছেড়ে দেওয়া। এমনটা নয় যে রোনাল্ডো টেন হাগের দলে খেলতে পারবেন না। উনি যে কোনও দলেই খেলতে পারবেন। রনি আপনাকে গোল দেবেই।”

- Advertisement -

আরও পড়ুন: ডিপ্রেশনকে হারিয়ে সোনা জেতা সহজ ছিল না: Vinesh Phogat

“কিন্তু আমার ব্যক্তিগত মত হল ইউনাইটেড এখনও খেতাবের প্রতিদ্বন্দ্বীতা করার জন্য তৈরি নয়। তাই লক্ষ্য হওয়া উচিত এমন দল তৈরি করা যারা আগামী তিন-চার বছরে লিগ জিততে পারে, আর তার জন্য আপনাকে পরিকল্পনা করতে হবে।”গত মরশুমে রোনাল্ডো ২৪টি গোল করেছিলেন, কিন্তু প্রিমিয়ার লিগে ইউনাইটেড ষষ্ঠ স্থানে শেষ করে। যার ফলে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে নয়, ইউরোপা লিগে যোগ্যতা অর্জন করেছে। আর এই কারণে পর্তুগিজ এই মহাতারকা রেড ডেভিলস ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।