চাকরির নামে নেওয়া টাকা ফেরত না দেওয়ায় শ্লীলতাহানি তৃণমূল নেত্রীর

0
83
Corruption Allegation Against TMC Pradhan

নিজস্ব সংবাদদাতা, কাঁথি : চাকরির নাম করে টাকা আত্মসাৎ। এবার সেই টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ তৃণমূল নেত্রীর বাড়ির সামনে। এমনকি টাকা ফেরতের দাবি তুলে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যকে শ্লীলতাহানি ও মারধর করার অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে ভগবানপুরে। মোট পাঁচজনকে এই অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

চাকরির নামে নেওয়া টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়িতে চড়াও হয়েছিল বেশ কয়েকজন চাকরি প্রার্থীর যুবক ও তাদের পরিবারের সদস্যরা৷ তৃণমূল নেতার স্ত্রী তথা পঞ্চায়েত সমিতির সদস্য মলিনা নায়ককে বেধড়ক মারধর ও তার ছেলেকে গাছে বেঁধে মারধর করার অভিযোগে ৫ অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। প্রথমে চার অভিযুক্তকে আটক করলেও পরে রাতভর অভিযান চালিয়ে পুলিশ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে।

- Advertisement -

এদিন ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সদস্য মলিনা নায়ক ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি থানায় অভিযোগ করে বলেন ” চাকরির টাকা ফেরতের দাবির নাম করে ষড়যন্ত্র করে বাড়িতে চড়াও হয়েছিল বেশ কয়েকজন৷ তারপর আমাকে মারধর করে ও শ্লীলতাহানি করে। আমার ছেলে ও মেয়েকে বেধড়ক মারধর করে। অবিলম্বে প্রকৃত তদন্ত চাই “। এমন গুরুতর অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে ভগবানপুর থানার পুলিশ। প্রথমে চারজনকে আটক করলেও পরে রাতভর অভিযান চালিয়ে আরও এক অভিযুক্তকে পাকড়াও করে।

ভগবানপুর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল অসীম গোল, দীপক মাইতি, কালোবরন দাস, সৌমিত্র দাস ও মোহিত কুমার বেরা। প্রত্যেকের বাড়ি ভগবানপুর থানার বিস্তীর্ণ এলাকায়। রবিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে আপাতত জেল হেফাজতে থাকার নির্দেশ দেন৷

জানা গিয়েছে, ২০১৫ থেকে ২০১৬ পর্যন্ত ভগবানপুরে বিস্তীর্ণ এলাকা থেকে বেকার চাকুরিপ্রার্থী যুবকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলে তৎকালীন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবুশঙ্কর নায়ক। বর্তমানে শিবুর স্ত্রী মলিনা নায়ক ভগবানপুর ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য। চাকরি না হলে কয়েকজন চাকরিপ্রার্থী যুবক যুবতীকে কিছু কিছু টাকা ফেরত দেয়৷ বাকি টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়িতে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে প্রতারিত চাকরিপ্রার্থী যুবক-যুবতী ও তার পরিবারের সদস্যরা। শনিবার সকালে বাড়ি ছিলেন না প্রাক্তন পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবুশঙ্কর নায়ক। বাড়ি ছিলেন তাঁর স্ত্রী মলিনা নায়ক ও তাঁর ছেলে এবং মেয়ে। তাঁদেরকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে চাকরি প্রার্থীরা সহ তাদের পরিবারের সদস্যরা। এমনই অভিযোগ উঠে এসেছে।

ভগবানপুর থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস জানিয়েছেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এখনও পর্যন্ত পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে”।