IPL Final: অসহায় ভাগ্য, নিজেদের ভুলের মাশুল গুনল নাইটরা

0
57

খাস খবর ডেস্ক: কখনও এমন দিন আসে, যখন ভালো শুরু করলেও ভাগ্যদেবী সহায় হয় না। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেও এমনটাই হল। চেন্নাইয়ের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই শুরু করেছিল নাইটরা। কিন্তু মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আইপিএল ২০২১ -এর ফাইনালে আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছিল। এর আগে ২০১২ সালে সিএসকে ও কেকেআর ফাইনাল খেলেছিল।

সেইবার নাইট অধিনায়ক গৌতম গম্ভীর ট্রফি পেয়েছিলেন। এবার শেষ হাসি হাসলেন ক্যাপ্টেন কুল ধোনি। নাইটদের ২৭ রানে পরাজিত করে চতুর্থবার আইপিএল ট্রফি পেল চেন্নাই। এই বছরও আইপিএলের দ্বিতীয় পর্বে দুর্দান্ত ছন্দে ছিল নাইটরা। ফলে ফাইনালের ওঠার পর ট্রফি জয়ের আশা করছিল নাইটরা। সেই আশাভঙ্গ হল কেকেআর ভক্তদের। একেই তো বিশাল রান, তার উপর মিডল অর্ডার ব্যর্থ। নিজেদের ভুলেই মাশুল গুনতে হল নাইটদের।

- Advertisement -

আরও পড়ুন: Virat Kohli: বায়ো বাবল কষ্টকর, ছবি শেয়ার করে বুঝিয়ে দিলেন বিরাট

কেকেআরের হয়ে ওপেনার শুভমান গিল (৪৩ বলে ৫১) ও ভেঙ্কটেশ আইয়ার (৩২ বলে ৫০) দুর্দান্ত শুরু করে। তবে গত ম্যাচের হিরো রাহুল ত্রিপাঠির চোট লাগায় যেন সবটা শেষ হয়ে গেল। আইয়ার আউট হওয়ার পর উইকেট হারাতে থাকে কেকেআর। দীনেয়শ কার্তিক সহ অধিনায়ক মর্গ্যান আবারও চূড়ান্ত ফল। এছাড়াও তারকা আন্দ্রে রাসেলকে বেঞ্চে রাখার মতো বড় ভুল করে ফেললো নাইট ম্যানেজমেন্ট। রাসেলের অনুপস্থিতিতে শাকিবের অলরাউন্ডার ক্ষমতায় ভরসা রেখেছিল কেকেআর। তবে এই পরিস্থিতিতে রাসেলকে পেলে কেকেআর উপকৃত হত।