Virat Kohli: বায়ো বাবল কষ্টকর, ছবি শেয়ার করে বুঝিয়ে দিলেন বিরাট

0
51
Virat Kohli can be dropped from Asia Cup 2022 too

খাস খবর ডেস্ক: করোনা ভাইরাস আসার পর থেকে ক্রীড়াবিশ্বেও অনেক ভাড়ি প্রভাব ফেলেছে। বায়ো বাবলের পরিবেশে সমস্ত ম্যাচ আয়োজন করা হচ্ছে। কিন্তু এই বায়ো বাবলই খেলোয়াড়দের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় হোটেল রুমে কোয়ারান্টাইনে আটকে থাকা। সিরিজ বা টুর্নামেন্ট চলাকালীন সীমিত সংখ্যক স্থানে যাতায়াত করতে পারেন খেলোয়াড়েরা। এই ধরনের নিষেধাজ্ঞা খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের উপর অনেক প্রভাব ফেলছে। ভারত অধিনায়ক বিরাট কোহলি সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি দিয়েই যেন তিনি বুঝিয়ে দিলেন তৎকালীন সময় বায়ো বাবলে থাকা কতটা কষ্টকর।

ভক্তদের মধ্যে এই ছবি শেয়ার করে বিরাট বোঝাতে চেষ্টা করেছেন যে, খেলোয়াড়রা বায়ো বাবলে কেমন অনুভব করেন। বিরাট কোহলি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন। আরসিবি আইপিএল প্লে -অফের এলিমিনেটরে হেরে আরসিবি ছিটকে গিয়েছে। এরপর টি -২০ বিশ্বকাপের জন্য ভারতীয় শিবিরে যোগ দেবেন বিরাট। আইপিএলের বায়ো বাবল থেকে বেরিয়ে আসার পর খেলোয়াড়রা আবারও টি -২০ বিশ্বকাপের বায়ো বাবলে যেতে হবে।

- Advertisement -

আরও পড়ুন: Durga Puja 2021: বিজয়া দশমীতে সপরিবারে প্যান্ডেল হপিংয়ে ঋদ্ধিমান

ক্রমাগত বায়ো বুদবুদে থাকার প্রভাব খেলোয়াড়দের উপর পড়ে। বিরাট কোহলি একটি ফটোশুটের ছবি শেয়ার করে সেই অবস্থা বর্ণনা করার চেষ্টা করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে, কোহলি একটি চেয়ারে বসে আছেন এবং তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কষ্টে যেন তার জিভ বেরিয়ে যাচ্ছে। ছবির ক্যাপশনে কোহলি লিখেছেন, “বাবলে খেললে যেমনটা অনুভূত হয়।” কোহলি ইতিমধ্যেই বায়ো বাবল সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: IPL 2021: দু প্লেসিসের সাথে রুদ্ধশ্বাস লড়াই শেষে কমলা টুপি জিতে নিলেন রুতুরাজ

তিনি বলেছিলেন, “ভবিষ্যতে ক্রিকেট টুর্নামেন্টের সময়সূচির দিকে মনোযোগ দিতে হবে। কারণ খেলোয়াড়দের জন্য দুই-তিন মাস বায়ো-বাবলে থাকা খুবই কঠিন। আপনি আশা করতে পারেন না যে সমস্ত খেলোয়াড় এক পর্যায়ে মানসিকভাবে শক্তিশালী হবে। কখনও কখনও আপনি বায়ো সুরক্ষিত বাবলে পুরোপুরি বিরক্ত হন এবং সামান্য পরিবর্তনের আশা করেন।”