IPL 2021: কপালের নাম গোপাল

0
99

বিশ্বদীপ ব্যানার্জি: ৩০০ তম টি-টোয়েন্টি ম্যাচ, তাতে ৪র্থ আইপিএল খেতাব কাকতালীয় মাত্র। এক ম্যাচ কম বা বেশি খেললে অঙ্কটা মেলেই না। কাজেই সে নিয়ে গ্যাদগ্যাদানি বাড়িয়ে লাভ নেই। বরং যেটা বলা দরকার তা হল, “ড্যাড’স আর্মি”। মরশুমের শুরুতে হলুদ জামার দলটাকে এই নামই দেওয়া হয়েছিল।

অধিনায়ক চল্লিশোর্ধ; আর তাঁর দলের গড় বয়স ৩৪/৩৫। কে প্রতিবাদ করবে এ নামকরণের? তাছাড়া সকলের মাথায়ই তখন একটা চিন্তা। ধোনির নাকী মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরোটাই কপাল— চিরকাল এ কথাই বলে আসা হয়েছে। কিন্তু সেই কপালেরও তো একটা ভ্যালিডিটি পিরিয়ড থাকবে‌ নাকী! ৪০ র পরও কপাল কাজ করবে?

- Advertisement -

আরও পড়ুন: IPL 2021: দু প্লেসিসের সাথে রুদ্ধশ্বাস লড়াই শেষে কমলা টুপি জিতে নিলেন রুতুরাজ

উত্তরটা যখন পাওয়া না পাওয়ার দোলাচলে, ঠিক তখনই ক্যাপ্টেন কুল ফর্মে থাকা ভেঙ্কটেশ আইয়ারের বলতে গেলে লোপ্পা ক্যাচই ফেলে দিলেন। আর কী রক্ষা আছে? ট্রোলের জল হু হু বাড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়। অতীতে যদিও এসবে কোনওদিনই তাঁর যায় আসেনি। কারণ— আবার সেই চওড়া কপাল! কিন্তু আজ তো সেই কপালের অস্তিত্বই সংকটে।

দেখতে দেখতে ভেঙ্কটেশ আইয়ার আর শুভমন গিল মিলে ৯১ রান তুলে ফেলেন। তা-ও আবার ১০ ওভারে। কপালের অস্তিত্ব আরও সংকটে‌! আর বুঝি রক্ষা নেই!

দর্শক ভুলে গিয়েছিল, মহেন ধোনির ভাগ্যের সঙ্গে তাঁর এদিনের প্রতিপক্ষ— নাইটদের বিজয়া দশমী ভাগ্যও ওতোপ্রতোভাবে জড়িয়ে। এদিনের ফাইনালের আগে কেকেআরের কেবল একটা ফাইনালই বারবার লাইমলাইটে এসেছে— মনবিন্দর বিসলা নামাঙ্কিত ২০১২ র চিপক ফাইনাল। প্রথমের ২০ এক রেখে বিজয়া দশমীতে আজ ২১ কে পাল্টে পুনরায় ১২ করার পালা!

কিন্তু ২০১৪ র যে ফাইনাল সুরেশ রায়না মুখের ভেতর থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন, সেটাই বা ভুলি কী করে? অবশ্যই তা আইপিএল নয়— চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। কিন্তু দিনটা?— সেই তো বিজয়া দশমী; আর প্রতিপক্ষও ধোনির চেন্নাই সুপার কিংস।

ধারা অব্যাহত রেখে দশমীতে বিসর্জনের ভাগ্যই ফিরে এল মর্গ্যানদের শিবিরে। ৯১/০ থেকে ১২৫/৮— এমন ভাঙন তাসের ঘরেও আসে কিনা তর্কসাপেক্ষ। ধারাভাষ্যকাররা সে সময় বলাবলি করছেন, “Catches win matches! কিন্তু ধোনি যেখানে, সেখানে কোনও কিছুই অসম্ভব নয়।”

এরপরও ভাগ্যের অস্তিত্বে প্রশ্ন? যে যাই বলুন, ধোনি আছেন সেই ধোনিতে-ই! আর তাঁর ভাগ্য যথাস্থানে-ই!