Hindus attacked in Bangladesh: মোদীর কাছে সাহায্য চেয়ে চিঠি বিশ্ব হিন্দু ফেডারেশনের

0
131

খাস খবর ডেস্ক: পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগেই চিঠি লিখেছিলেন নরেন্দ্র মোদীকে৷ কুমিল্লায় দুর্গামণ্ডপে আক্রমণের ঘটনায় এবার ভারতের প্রধানমন্ত্রীর দ্বারস্থ হল বিশ্ব হিন্দু ফেডারেশনও। সবিস্তারে গোটা ঘটনা লিখে নমোকে চিঠি দিল তারা৷

চিঠিটির প্রথম লাইন থেকেই বাংলাদেশের কুমিল্লা জেলায় দুর্গামণ্ডপে আক্রমণের বিবরণ দেওয়া হয়েছে৷ জানানো হয়েছে যে ১৩ অক্টোবরে তাঁরা বর্বরোচিত আক্রমণের সম্মুখীন হয়েছিলেন৷ চরমপন্থী মুসলিমরা নিজেরাই নানুয়ার দীঘির পাড় দুর্গা মন্দিরের হনুমান মুর্তির পায়ের তলায় কোরান রাখে৷ ছবি তুলে সেগুলি ছড়ানো হয় ফেসবুকে। তারপর থেকেই ইসলাম অবমাননার গুজব ছড়িয়ে পড়ে। পুজো কমিটির সদস্যরা এসব বিষয়ে কিছুই জানতেন না। সেদিন সকাল ১১ টায় মণ্ডপে আক্রমণ করে তারা। মূর্তি-মন্দিরও ভাঙচুর করা হয়৷ এটি পূর্বপরিকল্পিত আক্রমণ ছিল। মুসলিমরা নরসিংহ দেব, দশভূজা কালী মন্দিরেও আক্রমণ করে। পুলিশ এই সময় সম্পূর্ণ শান্ত ছিল, তারা গোটা ঘটনা থামাতে কোনওরকম ব্যবস্থা নেয়নি।

- Advertisement -

এরপরে তারা ঋষিপাড়া মন্দিরে আক্রমণ করে তাতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় হিন্দু ও মন্দির কর্তৃপক্ষ তখন পুলিশ, দমকলে খবর দিলেও কেউ এগিয়ে আসেনি৷ মনহরপুরের রাজেশ্বরী কালী মন্দিরেও আক্রমণ করে ওরা। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দেখা যায় সাধারণ হিন্দুদের বাড়ি ভাঙচুর,লুঠপাঠ করছে মুসলিমরা। পুলিশ এবং স্থানীয় প্রশাসন এই বর্বরোচিত হামলা রুখে দেওয়ার জন্য কোনও ব্যবস্থা নেয়নি। এমনকি, যাতে কেউ অভিযোগ জানাতে না পারে, তার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল৷ এখন কুমিল্লা জেলার পুজো উদ্যোক্তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত পুজো বন্ধ করে দেওয়া হবে। কুমিল্লা জেলার সমস্ত হিন্দুরা ভয়েতে রয়েছেন৷ এই মুহূর্তে আমরা আপনার সাহায্য প্রার্থনা করছি। আশা করছি আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং বাংলাদেশে নিপিড়ীত হিন্দুদের রক্ষা করবেন৷