IPL 2022 Auction: বিরাটের দলের ম্যাচ উইনারকে টার্গেট করছে SRH

0
115

খাস খবর ডেস্ক: আইপিএল ২০২২ এর নিলামে অনেক দলেরই নজর থাকবে তরুণ ওপেনার দেবদত্ত পাডিক্কালের দিকে। আইপিএল ২০২০ এবং ২০২১ সালের মরশুমে এই প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনার দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সেই সুবাদে জাতীয় দলেও ডাক পেয়েছিলেন পাডিক্কাল। কিন্তু আরসিবি তাকে রিটেন করে রাখেনি। কর্ণাটকের এই ওপেনার প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে অনেক আইপিএল ম্যাচে ওপেন করেছেন। আরসিবি ফ্যানসরা অবশ্য আশা করছেন দেবদত্ত পাডিক্কাল আবারও দলে ফিরবেন।

সানরাইজার্স হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজি সবচেয়ে বেশি নজর রাখবে পাডিক্কালের দিকে। ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর বিস্ফোরক ওপেনার খুঁজছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ডেভিড ওয়ার্নার স্কোয়াডের অংশ না থাকায় এবং জনি বেয়ারস্টো, মণীশ পান্ডেকে ধরে না রাখায় দেবদত্ত পাডিক্কলকে দীর্ঘ সময়ের জন্য দলে নিতে পারে এসআরএইচ। ওপেনার হিসেবে ২২ গজে নেমে ২০ ওভার খেলার ক্ষমতা রয়েছে পাডিক্কালের। দ্রুত রান করার পাশাপাশি স্ট্রাইক রোটেটও করেন তিনি।

- Advertisement -

আরও পড়ুন: BBL -এ দুর্দান্ত পারফর্ম্যান্স, IPL Mega Auction এর আগে নজরে অসি স্পিনার

ওয়ার্নারের মতো পাডিক্কালকে দীর্ঘমেয়াদে ফ্র্যাঞ্চাইজির মুখ হিসাবে দেখা যেতে পারে। সানরাইজার্স এরই মধ্যে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান সাইমন ক্যাটিচকে দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছেন। ক্যাটিচ এর আগে আরসিবিতে কাজ করেছেন। তিনি পাডিক্কালের খেলা খুব কাছ থেকে দেখেছেন। ব্যাটিং ছাড়াও ফিল্ডিংয়েরও দক্ষ পাডিক্কাল। এই পারফরম্যান্স সত্ত্বেও আরসিবি তাকে বিশ্বাস করেনি এবং তাকে ছেড়ে দিয়েছে। পাডিক্কাল এখন নিলামে উঠবেন। এই তরুণ ব্যাটসম্যানকে কিনতে ফ্র্যাঞ্চাইজিতে কঠিন প্রতিযোগিতা হবে।