এক ভারতীয় জেলারের আত্মচেতনা ফিরে পাওয়ার গল্প , আসছে ‘মুক্তি’

0
37

বিনোদন ডেস্ক : জেদ, লড়াই, স্বাধীনতা, চরিত্রের ভাঙাগড়া, অত্যাচারের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর গল্প ‘মুক্তি’। স্বাধীনতা পূর্ববর্তী সময়ের এক দেশীয় সরকারি চাকুরিজীবীর আত্মচেতনা ফিরে পাওয়ার গল্প ‘মুক্তি’। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রোহন ঘোষ। গল্পের চিত্রায়নে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, চিত্রাঙ্গদা, চান্দ্রেয়ী ঘোষ, সুদীপ সরকার প্রমুখ। চলতি বছরে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনই ওটিটি প্লার্টফর্মে মুক্তি পেতে চলেছে ‘ফ্যাটফিশ এন্টারটেনমেন্ট’-এর প্রযোজনায় তৈরি ওয়েব সিরিজ ‘মুক্তি’।

সালটা ছিল ১৯৩১, স্বাধীনতা পূর্ববর্তী সেই সময়ে ভারতীয়দের ব্রিটিশ শাসকের অধীনে কাজ করতে যে যে সমস্যার সম্মুখীন হতে হত তার রূপলি পর্দায় চিত্রায়ন করা হয়েছে। পাশাপাশি ছবিতে খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে একটা ফুটবল ম্যাচ। ওয়েব সিরিজে এক জেলারের চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। তাঁর চরিত্রের নাম রামকিঙ্কর। তাঁর স্ত্রী দিতিপ্রিয়া। বিপ্লবীর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও সুদীপ সরকার। ওয়েব সিরিজে উঠে আসবে রামকিঙ্কর, দিবাকর, রেহমত, মিনু, প্রভা এবং আলফ্রেড পেটির বর্বরতার সংঘাত। ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে ঋত্বিক জানিয়েছেন, “তৎকালীন মধ্যবিত্ত সমাজের একটা অতি সাধারণ চরিত্র রামকিঙ্কর। সে ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করে। মেদিনীপুর সেন্ট্রাল জেলের ভারতীয় জেলার রামকিঙ্কর। এই রামকিঙ্কর ব্রিটিশ শাসকদেরই সমর্থন করেণ কারন তাঁর চাকরিটার খুব প্রয়োজনীয় ছিল। কিন্তু বারংবার অপমান, চারপাশে ঘটতে থাকা ঘটনা যেন ধীরে ধীরে চোখ খুলে দেয় তার। শুরু হয় নিজের সঙ্গেই নিজের লড়াই, আত্ম অনুসন্ধান। এই দ্বন্দ্বই চরিত্রের আকর্ষনীয় দিক।”

- Advertisement -

ইতিমধ্যেই রিলিজ হয়ে গিয়েছে ছবির ট্রেলার। বুধবার জি ৫ বাংলা থেকে ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হয়। ক্যাপশনে লেখা হয়, ”মুক্তির লড়াইয়ে, রামকিঙ্করের পাশে কি সহযোদ্ধা হয়ে দাঁড়াবে স্ত্রী মিনু ?”