BBL -এ দুর্দান্ত পারফর্ম্যান্স, IPL Mega Auction এর আগে নজরে অসি স্পিনার

0
46

খাস খবর ডেস্ক: আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে আইপিএল ২০২২ এর মেগা নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামের জন্য দীর্ঘদিন ধরে সব ফ্রাঞ্চাইজিই তাদের কৌশল তৈরি করছে। নিলামের আগে নজরে আসছে একাধিক খেলোয়াড়। যারা ব্যাট বলে ভালো পারফর্ম করছে তাদের দিকে নিঃসন্দেহে নজর রাখছে ফ্রাঞ্চাইজিরা। বিগ ব্যাশ লিগে (BBL 2021-22) বুধবার মেলবোর্ন রেনেগেডসের মুখোমুখি হয় সিডনি থান্ডার্স। এই ম্যাচে মেলবোর্ন রেনেগেডস লেগ-স্পিনার ক্যামেরন বয়েস ব্যাটসম্যানদের ক্রিজে টিকতেই দেয়নি।

চার বলে চার উইকেট নিয়ে বিবিএলে ইতিহাস গড়েছেন তিনি। এছাড়াও বয়েস প্রথম খেলোয়াড় হিসেবে বিবিএলে ডাবল হ্যাটট্রিক করেন। ম্যাচে মোট পাঁচ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। তা সত্ত্বেও অবশ্য তার দলকে এক রানে পরাজিত হতে হয়েছে। ৩২ বছর বয়সী বয়েস মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) সিডনি থান্ডার্সের টপ অর্ডারকে ভেঙে দিয়ে দুই ওভারে চার উইকেট নিয়েছিলেন। সপ্তম ওভারের শেষ ডেলিভারি থেকেই ওপেনার অ্যালেক্স হেলসকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। এরপর নবম ওভারে বোলিংয়ে ফেরেন বয়েস এবং প্রথম ডেলিভারিতে জেসনকে প্যাভিলিয়নে পাঠান।

- Advertisement -

আরও পড়ুন: IND vs SA: স্টেডিয়ামে নো এন্ট্রি, তেরঙ্গা নিয়ে কাঁটাতারের সামনে ক্রিকেটপ্রেমীরা

পরের বলেই এলবিডব্লিউ হয়ে যান অ্যালেক্স রস। হ্যাটট্রিক পূর্ণ করতে ড্যানিয়েল স্যামসকে আউট করেন তিনি। অ্যালেক্স রস ও ড্যানিয়েল স্যামস শূন্য করে আউট হন। অ্যালেক্স রসকে আউট করে বিবিএলে হ্যাটট্রিক করা অষ্টম খেলোয়াড় হলেন বয়েস। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বোলার হিসেবে চার বলে চার উইকেট নেন তিনি। বয়েস টি -২০ ইতিহাসে দশম বোলার হিসেবে এমনটা করলেন। গত বছর টি -২০ বিশ্বকাপে চার বলে চার উইকেট নিয়েছিলেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার। আর এই দুর্দান্ত পারফর্ম্যান্সের জেরে আইপিএল নিলামের আগে নজরে বয়েস।