IPL 2022: নয়া ফ্রাঞ্চাইজি লখনউয়ের সঙ্গে যুক্ত হলেন গৌতম গম্ভীর

0
76

খাস খবর ডেস্ক: আইপিএল ২০২২ এর নয়া ফ্রাঞ্চাইজি লখনউয়ের মেন্টর হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর। দুইবারের ট্রফি জয়ী অধিনায়ক গম্ভীর আইপিএলে বেশ সফল। লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “হ্যাঁ, আমরা তার (গম্ভীর) সঙ্গে চুক্তি করেছি।” বর্তমানে পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গম্ভীর তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) দুটি আইপিএল ট্রফি জিতিয়েছেন।

গম্ভীরের নিয়োগ অবশ্য গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের দ্বিতীয় বড় ঘোষণা। অক্টোবরে ৭০৯০ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজি কিনেছিল সঞ্জীব গোয়েঙ্কা। প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক গম্ভীর এখন লখনউ কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে কাজ করবেন। যিনি সম্প্রতি দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। আইপিএল ২০২২ -এ শিরোপার লড়াই হবে আটটির পরিবর্তে ১০ টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে। লখনউ ও আহমেদাবাদ থেকে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি দল মাঠে নামবে। জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক এবং তারকা ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার।

- Advertisement -

আরও পড়ুন: ATK Mohun Bagan: জয় অধরা, পদত্যাগ করলেন হেড স্যার হাবাস

অ্যান্ডি ফ্লাওয়ার প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন। জিম্বাবোয়ে ছাড়াও তিনি ইংল্যান্ড ক্রিকেট দলেরও কোচিং করেছেন। এছাড়াও তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া জুক্সের কোচ ছিলেন। গম্ভীর ছাড়াও, তার দিল্লি এবং কলকাতা নাইট রাইডার্সের সতীর্থ বিজয় দাহিয়া লখনউ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছে। ভারতের প্রাক্তন উইকেটকিপার বিজয় দাহিয়া দলের সহকারী কোচ হিসেবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: রোহিতের চোটেও ফেরা হল না রাহানের, বিরাটের ডেপুটি এই ক্রিকেটার

আইপিএলের নতুন লখনউ ফ্র্যাঞ্চাইজির মেন্টর হওয়ার পরে গম্ভীর সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে বলেছেন, “ডক্টর (সঞ্জীব) গোয়েঙ্কা এবং আরপিএসজি গ্রুপকে তাদের দলে আমাকে এই দুর্দান্ত সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ম্যাচ জেতার চেতনা এখনও আমার মধ্যে অটুট। একজন বিজয়ীর উত্তরাধিকার রেখে যাওয়ার আকাঙ্ক্ষা এখনও আমার মধ্যে ২৪ ঘন্টা থাকে। আমি ড্রেসিংরুমের জন্য লড়ব না, উত্তরপ্রদেশের দলের হয়ে লড়ব।” ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কাও গম্ভীরকে আরপিএসজি পরিবারে স্বাগত জানিয়েছেন।