রোহিতের চোটেও ফেরা হল না রাহানের, বিরাটের ডেপুটি এই ক্রিকেটার

0
66

খাস খবর ডেস্ক: সীমিত ওভারে অধিনায়কত্ব পাওয়ার পাশাপাশি বিরাট কোহলির ডেপুটি নির্বাচিত হয়েছিলেন রোহিত। কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন হিটম্যান।

আরও পড়ুন: আবারও ফিরে পাওয়া যাবে পুরনো বিরাটকে

- Advertisement -

কিন্তু এরপরও দায়িত্ব দেওয়া হল না অজিঙ্ক রাহানেকে। বদলে বেছে নেওয়া হল ওপেনার কে এল রাহুলকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ভারতের সহ অধিনায়ক তিনিই।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালেই প্রশ্ন উঠে গিয়েছিল রাহানেকে ঘিরে। ব্যাটে সেই ঝাঁঝ নেই, টিকে আছেন কেবল সহ অধিনায়ক বলে‌। কিন্তু এভাবে আর কতদিন? মাস ঘুরতে না ঘুরতেই এই উত্তর দিয়ে দেয় বোর্ড। রাহানেকে সরিয়ে সহ অধিনায়ক করা হয় সীমিত ওভারের নবনিযুক্ত নেতা— রোহিতকে।

আরও পড়ুন: রোনাল্ডো ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ য় পৌঁছনো সম্ভব ছিল না ম্যান ইউয়ের, দাবী প্রাক্তন সতীর্থের

কিন্তু তিনি শেষপর্যন্ত ছিটকে গেলেও পদে পুনর্বহাল করা হল না রাহানেকে। বদলে বোর্ডের একটি সূত্র শনিবার জানিয়েছে, “রোহিত অনুপস্থিত থাকলে কে এল সহ অধিনায়ক হবেন।” যদি রোহিত একদিনের সিরিজেও না ফিরতে পারেন, তাহলে কী রাহুলই নেতৃত্ব দেবেন দেশকে? নাকী ফিরিয়ে আনা হবে কোহলিকে? সে খবর অবশ্য এখনও সামনে আসেনি।