ATK Mohun Bagan: জয় অধরা, পদত্যাগ করলেন হেড স্যার হাবাস

0
140

খাস খবর ডেস্ক: চলতি আইএসএল মরশুমে শেষ কয়েকটি ম্যাচে ব্যর্থ এটিকে মোহনবাগান। ঠিক কোথায় ভুল হচ্ছে খুঁজতে ব্যস্ত হেড স্যার হাবাস। বেঙ্গালুরু এফসি এর বিরুদ্ধে ৩-৩ ড্র করেছে হাবাস বাহিনী। শেষ চারটি ম্যাচে জয় আসেনি, এরপরই খারাপ খবর সবুজ-মেরুন শিবিরে। এটিকে মোহনবাগানের হেড কোচ স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস পদত্যাগ করলেন।

দলের ব্যর্থতার দায়ভার নিজের কাঁধেই তুলে নিলেন হাবাস। এদিনই ম্যানেজমেন্টের কাছে পদত্যাগপত্র দিয়েছেন হাবাস। গতবারের তুলনায় এই মরশুমে নিজেদের খেলায় বেশ হতাশ করছে এটিকে-মোহনবাগান। দলে দেশী বিদেশি ভালো থাকার পরও সেভাবে ভালো পারফর্ম্যান্স নেই দলের। চলতি মরশুমে দল ভালো হলেও আশানুরূপ ফল করতে ব্যর্থ এটিকে-মোহনবাগান।

- Advertisement -

আরও পড়ুন: IPL 2022: আবারও সিএসকে -তে ফিরতে পারেন অশ্বিন

ডিফেন্সের ভুলে একের পর এক গোল খেয়েছে দল। ছয়টি ম্যাচ খেলে জয় এসেছে মোটে দুটি ম্যাচে। কোচিং নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করে। এত চাপের মধ্যে দায়িত্ব সামলানো মুশকিল, তাই হাবাস নিজেই সরে দাঁড়ালেন। তবে হাবাস সরে যাওয়ার পর এখন এটিকে মোহনবাগানের কোচ কে হবে সেই নিয়ে আলোচনা চলছে।