Subhash Bhowmick: স্মরণসভার আয়োজন দুই প্রধানে, গড়ে উঠবে মিউজিয়াম ও মূর্তি

0
65

কলকাতা: না ফেরার দেশে পাড়ি দিলেন ময়দানের প্রিয় ভম্বলদা। শনিবার ভোররাতে প্রয়াত হয়েছেন ভারত তথা দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হয়ে খেলা সুভাষ ভৌমিক। শোকাহত কলকাতা ময়দান সহ প্রাক্তন ফুটবলাররাও। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করছেন প্রাক্তনীরা। শুধু ফুটবলার হিসেবেই নয়, কোচ হিসেবেও নিজের খ্যাতির ইমারত গড়েছিলেন সুভাষ ভৌমিক। বিদেশের মাটিতে প্রথম সফল ভারতীয় ফুটবল কোচ সুভাষ ভৌমিক।

তাঁর কোচ জীবনের উল্লেখযোগ্য অবদান ইস্টবেঙ্গলের হয়ে আশিয়ান কাপ জয়। কোভিড বিধি মেনেই এদিন শেষকৃত্য সম্পন্ন হবে সুভাষের। কিংবদন্তি কোচের জন্য স্মরণ সভা আয়োজন করবে ময়দানের দুই প্রধান। ফেব্রুয়ারি মাসের শুরুতেই আয়োজন করা হবে স্মরণসভা। এমনটাই জানিয়েছেন মোহনবাগান ক্লাবকর্তা দেবাশিস দত্ত। অন্যদিকে মৃত্যুর খবর শুনে শনিবারই একবালপুরের নার্সিংহোমে গিয়েছিলেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার।

- Advertisement -

আরও পড়ুন : Exclusive: সুভাষ ভৌমিক আমার পিতৃতুল্য, নিজের বাড়িতে রেখেছিলেন: অ্যালভিটো

এছাড়াও জানা গিয়েছে, সুভাষ ভৌমিকের স্মরণে তারই নামে গড়ে উঠবে মিউজিয়াম। ইস্টবেঙ্গল ক্লাবে মূর্তিও তৈরি করা হবে। দেবব্রত সরকার বলেন, “আগামী ১ ফেব্রুয়ারি বিকেল ৪ টের সময় ইস্টবেঙ্গল ক্লাবে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা আয়োজন করা হবে। প্রাক্তন খেলোয়াড়, ওঁর সতীর্থরা উপস্থিত থাকবেন। কোভিড বিধি মেনেই হবে এই অনুষ্ঠান। আশিয়ান কাপ হাতে নিয়ে ওঁর একটি স্ট্যাচুও থাকবে সেখানে।”