টি -২০ বিশ্বকাপ: অক্টোবরের এই তারিখে ২২ গজে ভারত-পাক লড়াই

0
66

খাস খবর ডেস্ক: আইসিসি আগেই ঘোষণা করেছিল এই বছরের টি – ২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে অনুষ্ঠিত হবে। টি- ২০ বিশ্বকাপ আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবং এর ফাইনাল ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। যদিও গোটা সময়সূচী এখনও প্রকাশ করা হয়নি, তবে কোন গ্রুপে কারা রয়েছে জানিয়ে দিয়েছিল আইসিসি। টি- ২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান দল রয়েছে একই গ্রুপে। অর্থাৎ গ্রুপ পর্বেই হাইভোল্টেজ ম্যাচ হবে দুই চিরপ্রতিদ্বন্ধী দলের।

এবার সেই হাই ভোল্টেজ ম্যাচের তারিখ জানিয়ে দেওয়া হল। টি -২০ বিশ্বকাপে ভারত ওপাকিস্তানের মধ্যে ম্যাচটি ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। আইসিসি টি- ২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানকে সুপার ১২-এর গ্রুপ -২ এ রেখেছে। সংবাদ সংস্থা এএনআইকে একটি সূত্র জানিয়েছে, “হ্যাঁ, ম্যাচটি ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।” আইসিসি নিশ্চিত করেছিল যে টুর্নামেন্টটি ভারত থেকে দূরে সরে গেলেও বিসিসিআই এর অধীনেই থাকবে টি- ২০ বিশ্বকাপ আয়োজনের অধিকার।

- Advertisement -

আরও পড়ুন: IND vs ENG: সেঞ্চুরি করলেই পন্টিংয়ের রেকর্ড ভাঙবেন অধিনায়ক বিরাট

ভারত-পাক দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয় না। ফলে আইসিসি টুর্নামেন্ট ছাড়া ২২ গজে ভারত-পাক লড়াই দেখতে পান না ক্রিকেটপ্রেমীরা। এবার টি- ২০ বিশ্বকাপের গ্রুপ পর্বেই হবে সেই মহাযুদ্ধ। সুপার ১২ এ দুটি গ্রুপ রয়েছে, একটি গ্রুপে ছয়টি করে দল রয়েছে। গ্রুপ -২ এ ভারত সহ পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ-এ রানার-আপ এবং গ্রুপ-বি চ্যাম্পিয়ন দল থাকবে। সেই সঙ্গে গ্রুপ -১ রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ-এ রানার আপ এবং গ্রুপ বি জয়ী দল থাকবে। গ্রুপ ‘এ’ তে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া রয়েছে। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান রয়েছে।