ম্যান মেড বন্যা, টেলিফোনে মোদীকে অভিযোগ মমতার

0
39

কলকাতা: টানা বৃষ্টিতে প্লাবিত রাজ্যের তিনটি জেলার বিস্তৃর্ণ এলাকা৷ এরই মাঝে ফের জল ছাড়ার কথা জানিয়েছেন দুর্গাপুর, মাইথন ও পাঞ্চেত ব্যারেজ৷ তারই জেরে নতুন করে একাধিক জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷

আরও পড়ুন: খারাপ আবহাওয়ার জেরে বাতিল আকাশ সফর, সড়কেই বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

- Advertisement -

স্বভাবতই ক্ষুব্ধ রাজ্যের প্রশাসনিক প্রধান৷ পরিস্থিতির জন্য তিনি সরাসরি ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ সূত্রের খবর, টেলিফোনে মুখ্যমন্ত্রী মোদীকে বলেন, ‘‘এটা পরিকল্পিতভাবে ম্যান মেড বন্যা৷’’ কেন একথা বলছেন, প্রধানমন্ত্রীকে তাঁর ব্যাখ্যাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: ট্রেনের সংরক্ষিত কামরা থেকে উদ্ধার খাঁচা সমেত শতাধিক টিয়া

প্রধানমন্ত্রীর কাছে তিনি অভিযোগ করেন, ‘‘রাজ্যকে না জানিয়ে জলাধার থেকে জল ছাড়া হচ্ছে৷ ফলে আগাম প্রস্তুতির কোনও সুযোগই মিলছে না৷ অন্যদিকে দামোদরের পলি তোলার ক্ষেত্রে ডিভিসি কোনও পদক্ষেপ নিচ্ছে না৷ ফলে নদী ও নদগুলির জলধারণ ক্ষমতা কমে যাচ্ছে৷ তারই জেরে অকারণে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে৷’’ সূত্রের খবর, টেলিফোনের অপরপ্রান্ত থেকে মুখ্যমন্ত্রীর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মোদী৷

অন্যদিকে মুখ্যমন্ত্রীর এহেন অভিযোগের কড়া প্রতিক্রিয়া ভেসে এসেছে বিজেপির তরফে৷ বিজেপির রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার মুখ্যমন্ত্রীর নামোল্লেখ না করে বলেন, ‘‘তৃণমূল তো ১০ বছর ধরে রাজ্যের ক্ষমতায় রয়েছে৷ উনি তো নাকি বাংলায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন৷ তাহলে নদ, নদীর পলি মাটি পরিষ্কার করা হল না কেন?নিজের ব্যর্থতা ঢাকতে সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপান৷’’