IND vs ENG: সেঞ্চুরি করলেই পন্টিংয়ের রেকর্ড ভাঙবেন অধিনায়ক বিরাট

0
38

খাস খবর ডেস্ক: আজ অর্থাৎ বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ। এই টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়া কঠোর প্রস্তুতি নিচ্ছে। এই টেস্ট সিরিজ দুই দলের জন্যই বড় চ্যালেঞ্জ হবে। যদিও ইংল্যান্ড ঘরের মাঠের সুবিধা নিতে তৈরি। তবে ইংরেজ পেসারদের মোকাবিলা করা ভারতীয় ব্যাটসম্যানদের কাছে চ্যালেঞ্জিং। বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি কিভাবে অ্যান্ডারসন-ব্রডদের খেলেন সেটাই দেখার। ২০১৯ সালের নভেম্বরে বিরাট কোহলির ব্যাট থেকে শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছিল।

২০১৯ সালের পর থেকে বিরাট ভক্তরা কিং কোহলির ব্যাট থেকে সেঞ্চুরির অপেক্ষায় থাকলেও তা আসেনি। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আজ থেকে শুরু হচ্ছে এবং এই সিরিজেই অনেকে আশা করছেন যে বিরাটের ব্যাট থেকে অন্তত একটি বা দুটি সেঞ্চুরি আসবে। বিরাট শেষ ইংল্যান্ড সফরে যেভাবে ব্যাটিং করেছিলেন সেটা মনে করলে একটি বা দুটি সেঞ্চুরি আশা করা ভুল নয়। আগের ইংল্যান্ড সফরে বিরাট পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৫৯৩ রান করেছিলেন। বিরাট যদি নটিংহ্যামের প্রথম টেস্টে সেঞ্চুরি করতে পারেন, তাহলে তিনি রিকি পন্টিংকে পেছনে ফেলে একটি বিশেষ রেকর্ড গড়বেন।

- Advertisement -

আরও পড়ুন: আজ শুরু ভারত-ইংল্যান্ড দ্বৈরথ, নজরে যে ৫ ভারতীয়

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি করার ক্ষেত্রে বিরাট এবং পন্টিং একসঙ্গে প্রথম স্থানে রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে বিরাট ২০১ টি ম্যাচে ৪১ টি সেঞ্চুরি করেছেন। রিকি পন্টিং ৩২৪ টি ম্যাচে একই সংখ্যক সেঞ্চুরি করেছেন। এই সিরিজে যদি বিরাট একটি সেঞ্চুরি করেন তবে তিনি বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে ৪২ টি আন্তর্জাতিক সেঞ্চুরি করার রেকর্ড গড়বেন। এই তালিকায় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ রয়েছেন তিন নম্বরে। স্মিথ ২৮৬ টি ম্যাচে ৩৩ টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন।