অপরিশোধিত তেলের দর কমলেও পেট্রোপণ্যের মূল্য হ্রাসের প্রতীক্ষায় আমজনতা

0
41

খাস খবর ডেস্ক: গত বছর করোনা অতিমারির কারণে যে রাজস্ব ক্ষতি হয়েছিল, তাতে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক বাড়িয়েছিল। বিশ্ব বাজারে একাধিকবার অপরিশোধিত তেলের দাম কমলেও পেট্রল-ডিজেলের আবগারি শুল্ক কমানো হয়নি। একশো রান করা পেট্রোল আর একশো ছুঁই ছুঁই ডিজেলের দামে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

এরপর ২০২১-এ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে দেশীয় বাজারে সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে পেট্রল ও ডিজেলের দাম। গত বছর এপ্রিলের পর থেকে এখনও পর্যন্ত পেট্রলের দাম লিটারে বেড়েছে ৩২ টাকা। শেষ ৫০ দিনে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ৫২ পয়সা।

- Advertisement -

উল্লেখ্য, জুলাই মাসে ৯ বার বেড়েছে পেট্রলের দাম আর ৫ বার বেড়েছে ডিজেলের দাম। তবে ১৭ জুলাই দাম বাড়ার পর থেকে দেশে পেট্রল-ডিজেলের দাম অপরিবর্তিত ছিল । বিশ্ব বাজারে বর্তমানে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী। তবুও চলতি বছরে ১৫ এপ্রিলের পর আর দাম কমেনি তেলের।

আরও পড়ুন: বেহাল অর্থনৈতিক অবস্থা, ভাড়া দেওয়া হচ্ছে পাক প্রধানমন্ত্রীর বাড়ি

প্রসঙ্গত, দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ১০১ টাকা ৮৪ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৯ টাকা ৮৭ পয়সা। কলকাতায় বুধবার পেট্রলের দাম প্রতি লিটারে ১০২ টাকা ০৮ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯৩ টাকা ০২ পয়সা। মুম্বইয়ে প্রতি লিটারে পেট্রলের দাম ১০৭ টাকা ৮৩ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ৪৫ পয়সা। বুধবার চেন্নাইতে পেট্রলের দাম ১০১ টাকা ৪৯ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৩৯ পয়সা।

এই চার মহানগর ছাড়াও বেঙ্গালুরুতে এক লিটার পেট্রলের দাম ১০৫ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম ৯৫ টাকা ২৬ পয়সা প্রতি লিটার। লখনউতে বুধবার এক লিটার পেট্রলের দাম ৯৮ টাকা ৯২ পয়সা আর ডিজেলের দাম ৯০ টাকা ২৬ পয়সা প্রতি লিটার। বুধবার পটনায় পেট্রোল প্রতি লিটারে ১০৪ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৫ টাকা ৫৭ পয়সা।