সব সময় মাস্ক পরে থাকা অসম্ভব, পন্থের সমর্থনে বিসিসিআই প্রেডিডেন্ট

0
45

খাস খবর ডেস্ক: বর্তমানে ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় টেস্ট দলে করোনার হানা। ৪ আগস্ট থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার আগেই ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা চলছে। ইউরোর মাঠে পন্থ ও তার বন্ধুদের মাস্ক ছাড়াই ফটোতে দেখা গিয়েছে। সেখান থেকেই সংক্রামিত হয়েছেন বলে জোর সমালোচনা চলছে। তবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় পন্থের সমর্থনেই কথা বললেন।

সৌরভ বলেছেন যে, পন্থ ছুটিতে ছিল এবং সব সময় মাস্ক পরে থাকা প্রায় অসম্ভব। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর বায়ো-বাবল থেকে ২০ দিনের বিরতি দেওয়া হয়েছিল ভারতীয় খেলোয়াড়দের। এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সৌরভ বলেছেন, “আমরা ইংল্যান্ডে ইউরো চ্যাম্পিয়নশিপ এবং উইম্বলডনকে হতে দেখেছি। নিয়মগুলি পরিবর্তিত হয়েছে (দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে)। তারা ছুটিতে ছিল এবং সব সময় মাস্ক পরা অসম্ভব। কোনও চিন্তা নেই। ও ভাল থাকবে।”

- Advertisement -

আরও পড়ুন: ভারতীয় দলে বাড়ছে করোনার হানা, পন্থের পর এবার আক্রান্ত আরও এক সদস্য

ঋষভ পন্থ ছাড়াও ইংল্যান্ডে করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানি। তবে জানা গিয়েছে, পন্থের কোনও লক্ষণ নেই এবং গত সপ্তাহে কোভিড -১৯ রিপোর্ট পজিটিভ এসেছে তার। তিনিও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ১৮ জুলাই পন্থের আবার কোভিড -১৯ টেস্ট করা হবে। রবিবার তাঁর ১০ দিনের কোয়ারান্টাইন পর্ব শেষ হচ্ছে। এই কারণে টিম ইন্ডিয়ার সঙ্গে ডারহাম ভ্রমণ করবেন না তিনি। ২০ জুলাই থেকে ডারহামে কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে কোহলিরা।