ভারতীয় দলে বাড়ছে করোনার হানা, পন্থের পর এবার আক্রান্ত আরও এক সদস্য

0
38

খাস খবর ডেস্ক: ইংল্যান্ড সফরে ভারতীয় দল আবারও করোনা হানা। ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ করোনায় আক্রান্ত হওয়ার পর আরও এক সাপোর্ট স্টাফের রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত ওই সাপোর্ট স্টাফ সহ আরও তিনজন সদস্যকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। চারজন স্টাফ সদস্য এবং ঋষভ পন্থ দলের সঙ্গে ডারহাম ভ্রমণ করবেন না। দলের বাকি সদস্যরা ডারহামের একটি অনুশীলন ম্যাচের জন্য পুনরায় একত্র হবেন।

একাধিক রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডে করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ জারানী। তবে জানা গিয়েছে, পন্থের কোনও লক্ষণ নেই এবং গত সপ্তাহে কোভিড -১৯ রিপোর্ট পজিটিভ এসেছে তার। তিনিও দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ১৮ জুলাই পন্থের আবার কোভিড -১৯ টেস্ট করা হবে। রবিবার তাঁর ১০ দিনের কোয়ারান্টাইন পর্ব শেষ হচ্ছে। এই কারণে টিম ইন্ডিয়ার সঙ্গে ডারহাম ভ্রমণ করবেন না তিনি।

- Advertisement -

আরও পড়ুন: মিতালি রাজ ও দলের মনোভাব নিয়ে খোলাখুলি কথা বললেন কোচ রমেশ পোওয়ার

সম্প্রতি ইংল্যান্ডে খেলা ইউরো কাপ ও উইম্বলডন দেখতে গিয়েছিল কয়েকজন ভারতীয় খেলোয়াড়। জানা গিয়েছে, আক্রান্ত দুইজন ক্রিকেটার তাদের আত্মীয়ের বাড়িতে কোয়ারান্টাইনে রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর বায়ো-বাবল থেকে ২০ দিনের বিরতি দেওয়া হয়েছিল ভারতীয় খেলোয়াড়দের। ইউরোর মাঠে পন্থ ও তার বন্ধুদের মাস্ক ছাড়াই ফটোতে দেখা গিয়েছে। সেখান থেকেই সংক্রামিত হয়েছেন বলে জোর সমালোচনা চলছে।